বিশাল পৃথিবীর মাত্র অল্প কয়েকটা দেশে যাবার সুযোগ হয়েছে। পুরো বিশ্ব দেখার সাধ বোধহয় অপূর্নই থেকে যাবে। বিশ্বভ্রমনের আজন্ম লালিত তৃষ্ণাটা তাই মাঝে মাঝে google earth দিয়ে মেটাই। আকাশ থেকে পাখির চোখে বিশ্ব দেখা। উপর থেকে যতটুকু দেখা যায় তাতে একটা শহরের রাস্তাঘাটের পরিকল্পনা মোটামুটি পরিষ্কার বোঝা যায়। আমার একটা শখের গবেষনা হলো, পৃথিবীর নানান শহরের রাস্তাঘাটের সাথে বাংলাদেশের রাস্তাঘাটের তুলনা করা। (বাংলাদেশে যে কটা জিনিস আমাকে পীড়া দেয় সেটা হলো শহরের অপরিকল্পিত রাস্তাঘাট ও অপরিকল্পিত যানবাহনের চলাচল। যার ফলে যাতায়াত ব্যবস্থা এই একুশ শতকে এসেও মধ্যযুগের অবস্থায় রয়ে গেছে।)
আফ্রিকার সবচেয়ে দরিদ্র দেশগুলোর অন্যতম হচ্ছে, ইথিওপিয়া, জিবুতি, গাম্বিয়া, ইত্যাদি। ঢাকার ছবির সাথে এই তিন দেশের তিনটা আকাশ ছবি সংযুক্ত করলাম, মিলিয়ে দেখুন। রাস্তায় গর্ত কেমন জানার উপায় নেই, কিন্তু ওদের রাস্তাগুলো যে পরিকল্পনামাফিক জ্যামিতিক ফর্মে বানানো এতে কোন সন্দেহ নেই। আর আমাদের রাস্তার অবস্থা দেখুন। এটা ঢাকার সবচেয়ে অভিজাত এলাকার ছবি। একটাও সোজা রাস্তা নেই। সারা শহরে এঁকেবেঁকে যেটা যেখান দিয়ে ফাঁক পেয়েছে বেরিয়ে গেছে। ঢাকা শহরের যদি এই অবস্থা হয়, তাহলে বাকী দেশের কী অবস্থা? বাংলাদেশের একটা রাস্তাও স্কেল ধরে বানানো হয়নি। ধানক্ষেতের আইল হাঁটতে হাঁটতে রাস্তা হয়ে যায়। ঢাকার চট্টগ্রামের মতো শহরে পরিকল্পিত রাস্তাঘাট নেই। পুরো দেশে একটাও হাইওয়ে বানাতে পারেনি কোন সরকার। অথচ উন্নয়নের গীত শুনতে শুনতে আমাদের কান ঝালাপালা।
আফ্রিকার এই হতদরিদ্র দেশগুলো যদি পরিকল্পিত নগরায়ন করতে পারে, রাস্তাঘাট বানাতে পারে, আমাদের সমস্যা কোথায়। মাথায় না পকেটে?
No comments:
Post a Comment