Wednesday, August 30, 2023

সেই সময়, এই সময়

এই বছরটা নানা দিক থেকে ঝামেলাপূর্ণ। শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্ব জুড়ে। করোনা শেষ হবার পরপর যেন নতুন সমস্যাগুলো মাথা চাড়া দিয়েছে।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের জের ধরে একটা অর্থনৈতিক দুর্যোগের মুখোমুখি দাঁড়িয়ে আছে পৃথিবী।

সারা পৃথিবীতে আবহাওয়ার উল্টাপাল্টা আচরণ। কোথাও বেশি গরম, কোথাও বেশি বৃষ্টি, কোথাও বেশি শীত। যেখানে যা হবার নয় তাই হয়ে চলছে। সারা পৃথিবীতে একসাথে এতগুলো দাবানল আগে দেখিনি। পুরো ইউরোপে দাবানল। কানাডা আমেরিকা এমনকি হাওয়াই দ্বীপও জ্বলে যাচ্ছে দাবানলে।

আর বাংলাদেশে আমরা কেমন আছি?

আমরাও এই বছর নতুন আশঙ্কায় আছি। কয়েক মাস পর নির্বাচন। সেখানে কী ফলাফল হবে কেউ জানে না। প্রধান দুই দল মুখোমুখি সংঘর্ষে যেতে পারে। আরেকটা ওয়ান-ইলেভেন ঘটতে পারে। বিদেশী হস্তক্ষেপ হতে পারে। আমরা সাধারণ মানুষ মাঝখানে চিড়ে চ্যাপটা হয়ে যাবো। সবচেয়ে বড় সমস্যা দ্রব্যমূল্য আর মুদ্রাস্ফীতি। আমি ব্যক্তিগতভাবে মারাত্মক ক্ষতিগ্রস্থ। আমার সব অর্থনৈতিক পরিকল্পনা একে একে মার খাচ্ছে। ২০২২ সালে আমি যেভাবে নতুন একটা কাজ শুরুর মিশন হাতে নিয়েছিলাম, এখন সেটা হবে না। সব ওলটপালট হয়ে গেছে। কিছুটা দায়ী সরকারী নীতি, কিছুটা দায়ী বিশ্ব পরিস্থিতি। জীবিকা হুমকির মধ্যে পড়ে গেলে তখন সারা পৃথিবী অসহ্য হয়ে যায়।

ইতিহাস থেকে ওরা কিছু শিক্ষা নিয়েছে? কেউ নেয়নি। সব খাদকের দল। পারলে পুরো সৌরজগত গিলে খাবে। খাওয়াকে বৈধ করার জন্য কত লক্ষ কোটি মিথ্যা কথা বলতে হয়। এই প্রাণীগুলোর জন করুণা।






Saturday, August 26, 2023

বাংলা একাডেমি এবং ড. মজহারুল ইসলাম


এই সংবাদটি ইন্টারেস্টিং বলে টুকে রাখলাম। স্বাধীনতা যুদ্ধের ইতিহাস প্রকল্পের প্রথম উদ্যোগ সংক্রান্ত খবর। উদ্যোগটি ব্যর্থ হয়েছিল যার কারণে তিনি প্রথম মহাপরিচালক ড. মজহারুল ইসলাম। তাঁর অধীনে কাজ করতে অসম্মত হয়েছিলেন বাকী সদস্যগণ। এই সংবাদটি তারই প্রতিফলন।

আবু জাফর শামসুদ্দিনের আত্মস্মৃতি থেকে জানা যায় তিনি বঙ্গবন্ধুর কাছে কেঁদেকেটে বাংলা একাডেমির পদটা সৃষ্টি করান। তার আগে এই দায়িত্বে ছিলেন কবির চৌধুরী। প্রায় উড়ে এসে জুড়ে বসেন তিনি। ফলে একাডেমির কেউ তাঁর উপর সন্তুষ্ট ছিল না। তাঁকে বের করে দিতে চেয়েছিল বাকী সদস্যরা। কিন্তু সরকারের আনুকূল্য থাকাতে সেটা সম্ভব হয়নি। তিনি প্রথমে নাবিস্কো বিস্কুট কোম্পানির বিল্ডিংটা দখল করে সেখানে বাংলা একাডেমির সাইনবোর্ড ঝুলিয়ে দিয়েছিলেন। পরে ওই কোম্পানির জিনিসপত্র বিক্রি করে প্রায় ত্রিশ হাজার টাকা আত্মসাৎ করেন। স্বাধীনতা প্রকল্পের জন্য সরকারের দেয়া দুই লক্ষ টাকার পরিণতি কী হয়েছিল জানা যায়নি। কিন্তু পরের বছরই তিনি বঙ্গবন্ধুর জীবনী লিখে ৯০ হাজার টাকা কামাই করেন। সেই সাথে নিজের বইয়ের রয়েলটি বাবদ বাংলা একাডেমির তহবিল থেকে ৩২ হাজার টাকা নেন। তাঁর এইসব অপকর্মের কারণে একাডেমির কেউ তাঁকে ভালভাবে নেয়নি। তবু তিনি পরবর্তীকালে অনেক বড় বড় পদ এবং পুরস্কার বাগিয়েছিলেন। তিনি বাংলাদেশের দক্ষ আমলাদের মতো সিঁড়ি বেয়ে উপরে ওঠার ব্যাপারে অনেক পারদর্শী ছিলেন। সেই উন্নতির ধারা গ্রহন করে এখনো বাংলাদেশে অনেকে উন্নতি করে চলেছেন। 




 

Tuesday, August 22, 2023

উপনিবেশ চট্টগ্রাম নিয়ে ডেইলি স্টারের দুটি রিপোর্ট

 Of pride and glory

 FM Mizanur Rahaman
June 01, 2022



Did you know the first-ever ship made in Chattogram was built in 1818? In recent years, Chattogram has gained quite a reputation for its shipyards, where old ships from across the globe are brought for dismantling and turning into smaller sized ships.

According to historian and researcher Shamsul Haque, Chattogram's shipbuilding business developed on the banks of Karnaphuli, where merchants from across the world used to come to purchase ships and later sail them across the sea, loaded with their goods.

But it all started in 1818, with "Frigate Deutschland" – the first-ever ship made in Chattogram's Sadarghat area, which sailed across seas for nearly 40 years afterwards.

Its name went into oblivion until it came up in a book titled "Bandar Shohor Chattogram" by historian Abdul Haque Chowdhury.

However, Frigate Deutschland was not the name that it was given after its inception. The three-mast ship was initially named Alfred by its maker James MacRae, who built the ship in his yard on the banks of Karnaphuli, after being commissioned by Freaser Living and Co.

The story of Alfred becoming Frigate Deutschland is not an ordinary one. It is also a story of a merchant ship's transition into a battle fleet. According to "Uponibesh Chattogram" written by Haroon Rashid, Freaser handed over the ship to J Flint of London in 1828, who operated the vessel in different seas for 17 years.

In 1845, when Alfred was plying the waters of South America, it attracted the attention of JC Godeffroz & Sons, a German company, that had around 150 ships and vessels all over the world at that time.

JC Godeffroz & Sons bought the vessel and changed its name to Cesar Godeffroz.

In about three years, Germany and Denmark found themselves faced with the Schleswig-Holstein War over conquering two border-adjacent towns. The German side was left in a perilous situation when it came to face Denmark's navy, which was stronger than theirs. To deal with this crisis, the German government sought assistance from its citizens. German businessmen responded. JC Godeffroz & Sons was one such company to play its part by handing over Alfred to the German forces.

According to Haroon Rashid's book, following the handover, Alfred was renovated and turned into a battle fleet. It was then renamed "Frigate Deutschland". Thirty-two cannons were installed on the ship.

But the transition was not a smooth one. The vessel lost its previous capacity. Several technical issues came to light when it sailed against Denmark. The German forces later started to use it as a training vessel.

In 1852, when the war was over, Deutschland was once again handed over to a new owner. This time, it was bought by Roessing & Mummz and turned into a coal cargo ship to ply on the England-China sea route. Deutschland plied the seas carrying coal till 1858.

In 1858, the vessel was relocated to the German Maritime Museum.

"I knew nothing about the ship other than its name while writing my book. I started looking for more information and tried to contact relevant individuals and organisations in Germany as well," said writer Haroon Rashid.

"I got to know about its relocation to the museum through the German Tourism Board. The museum had the remains of the ship stored for about a hundred years. Now it has a small replica of the ship on display," he added.

Deutschland went on to sail for 40 years, which was very rare in that era as most ships were not very well-equipped to deal with the natural calamities on the seas. And that's how Frigate Deutschland created history.


*** *** ***

The man who drew Chattogram’s map in 1818
FM Mizanur Rahaman
January 4, 2023




Today, one can find their desired location easily with the help of Google Maps. If a person wants to tour a foreign country or even wants to take a stroll at the Amzaon forest to say for example, they are unlikely to get lost, thanks to the blessings of technology.


But a Scottish general known in the history books as John Cheape, perfectly drew the entire map of Chattogram, the port city of Bangladesh which is surrounded by hills and ocean, some 200 years ago without any help of modern technologies that we see today.

Before John, one Major James Rennell had sketched the map of the city in 1786, but historians consider John's map to give the best view of Chatttogram.

John Cheape (1792-1875) was a civil engineer by profession. According to "Uponibesh Chattogram" (Colonisation of Chittagong) written by Haroon Rashid, John Cheape started his career at East India Company in 1809. He retired from the force as a general in 1866.

Drawing the map of Chattogram is a highlight of his carrier. It is not clear when he came to Chattogram, but many say John fought a battle in Anglo-Burmese war in 1825.

The map was drawn in 1818, which meant he was staying in Chattogram from the early days of his work life. Without having a profound knowledge about the city's every road, establishments, lanes, canals, river, port, hospitals, it is not possible to sketch the bird's eye view of Chattogram in such a perfect manner.

His pencil-sketch map had everything -- hills, forests, people's residences and religious establishments.

The places which were mentioned in the map are divided into two lists. In the first list, there were 62 spots and in the second list, there were 26 spots.

Besides, John pointed out the residences of the then English citizens who resided in Chattogram.

The map is now preserved in the historical British library of London.


Wednesday, August 16, 2023

Instant Indefinite Philosophy

I was not there before I lived, and I will not be there after I die. My existence or non-existence doesn't matter to anything in this universe. So, never worry about life or death, after or before. Whatever happens to me doesn't matter to anyone else in this universe. We are just a bubble in the huge, infinite, universal desert. Let's not make ourselves so important. It's simply irrelevant to the system.

[Instant Indefinite Philosophy—818:01]


Every day, you have a new life that is connected to yesterday. There is also tomorrow, but you can't be sure you can touch it. For some people, tomorrow never comes. Live just for today. This is your true eternity.

[Instant Indefinite Philosophy—818:02]