এই বছরটা নানা দিক থেকে ঝামেলাপূর্ণ। শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্ব জুড়ে। করোনা শেষ হবার পরপর যেন নতুন সমস্যাগুলো মাথা চাড়া দিয়েছে।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের জের ধরে একটা অর্থনৈতিক দুর্যোগের মুখোমুখি দাঁড়িয়ে আছে পৃথিবী।
সারা পৃথিবীতে আবহাওয়ার উল্টাপাল্টা আচরণ। কোথাও বেশি গরম, কোথাও বেশি বৃষ্টি, কোথাও বেশি শীত। যেখানে যা হবার নয় তাই হয়ে চলছে। সারা পৃথিবীতে একসাথে এতগুলো দাবানল আগে দেখিনি। পুরো ইউরোপে দাবানল। কানাডা আমেরিকা এমনকি হাওয়াই দ্বীপও জ্বলে যাচ্ছে দাবানলে।
আর বাংলাদেশে আমরা কেমন আছি?
আমরাও এই বছর নতুন আশঙ্কায় আছি। কয়েক মাস পর নির্বাচন। সেখানে কী ফলাফল হবে কেউ জানে না। প্রধান দুই দল মুখোমুখি সংঘর্ষে যেতে পারে। আরেকটা ওয়ান-ইলেভেন ঘটতে পারে। বিদেশী হস্তক্ষেপ হতে পারে। আমরা সাধারণ মানুষ মাঝখানে চিড়ে চ্যাপটা হয়ে যাবো। সবচেয়ে বড় সমস্যা দ্রব্যমূল্য আর মুদ্রাস্ফীতি। আমি ব্যক্তিগতভাবে মারাত্মক ক্ষতিগ্রস্থ। আমার সব অর্থনৈতিক পরিকল্পনা একে একে মার খাচ্ছে। ২০২২ সালে আমি যেভাবে নতুন একটা কাজ শুরুর মিশন হাতে নিয়েছিলাম, এখন সেটা হবে না। সব ওলটপালট হয়ে গেছে। কিছুটা দায়ী সরকারী নীতি, কিছুটা দায়ী বিশ্ব পরিস্থিতি। জীবিকা হুমকির মধ্যে পড়ে গেলে তখন সারা পৃথিবী অসহ্য হয়ে যায়।
ইতিহাস থেকে ওরা কিছু শিক্ষা নিয়েছে? কেউ নেয়নি। সব খাদকের দল। পারলে পুরো সৌরজগত গিলে খাবে। খাওয়াকে বৈধ করার জন্য কত লক্ষ কোটি মিথ্যা কথা বলতে হয়। এই প্রাণীগুলোর জন করুণা।
No comments:
Post a Comment