Wednesday, December 16, 2020

করোনার দিনলিপি

পৃথিবীর দুঃসময় কাটতে কতদিন লাগবে জানি না। আমাদের পরিবারে দুঃসময় চলছে। এত সাবধানতা সত্ত্বেও শেষ রক্ষা হয়নি। নভেম্বরের শেষ সপ্তাহে সপরিবারে করোনা আক্রান্ত হয়ে এখনো রেশ কাটেনি তিন সপ্তাহ পার হবার পরও। জ্বর কাশি কমে গেলেও মুখের স্বাদ ঘ্রাণ ফেরেনি এখনো।

এটা আর কতটা ক্ষতির নজির রেখে যাবে কেউ জানে না। পৃথিবীর অধিকাংশ মানুষই আক্রান্ত হবে কোন সন্দেহ নেই। এর মধ্যেই জীবন চলমান। যারা টিকে থাকবে তারাই ভবিষ্যত পৃথিবী দেখবে। এই মহামারী কবে শেষ হবে আমরা কেউ জানি না। পুরো পৃথিবী আত্মসমর্পন করেছে। ভ্যাকসিন আসতে আসতে অনেকদিন লেগে যাবে। বছর শেষ হয়ে এলো। নতুন বছরেও ভোগান্তি চলবে। শুধু এই একটি বছরে আমরা কত প্রিয়জনকে হারালাম- ইতিহাসে তার নজির নেই। আরো কতজন হারাবে এখনো জানি না। ভয়ানক অনিশ্চিত একটা সময়। 

আশায় বাঁচে মানুষ। একদিন নিশ্চয়ই সুদিন আসবে আবারো। সেই সুদিনের জন্য অপেক্ষা করছি।