Saturday, August 26, 2023

বাংলা একাডেমি এবং ড. মজহারুল ইসলাম


এই সংবাদটি ইন্টারেস্টিং বলে টুকে রাখলাম। স্বাধীনতা যুদ্ধের ইতিহাস প্রকল্পের প্রথম উদ্যোগ সংক্রান্ত খবর। উদ্যোগটি ব্যর্থ হয়েছিল যার কারণে তিনি প্রথম মহাপরিচালক ড. মজহারুল ইসলাম। তাঁর অধীনে কাজ করতে অসম্মত হয়েছিলেন বাকী সদস্যগণ। এই সংবাদটি তারই প্রতিফলন।

আবু জাফর শামসুদ্দিনের আত্মস্মৃতি থেকে জানা যায় তিনি বঙ্গবন্ধুর কাছে কেঁদেকেটে বাংলা একাডেমির পদটা সৃষ্টি করান। তার আগে এই দায়িত্বে ছিলেন কবির চৌধুরী। প্রায় উড়ে এসে জুড়ে বসেন তিনি। ফলে একাডেমির কেউ তাঁর উপর সন্তুষ্ট ছিল না। তাঁকে বের করে দিতে চেয়েছিল বাকী সদস্যরা। কিন্তু সরকারের আনুকূল্য থাকাতে সেটা সম্ভব হয়নি। তিনি প্রথমে নাবিস্কো বিস্কুট কোম্পানির বিল্ডিংটা দখল করে সেখানে বাংলা একাডেমির সাইনবোর্ড ঝুলিয়ে দিয়েছিলেন। পরে ওই কোম্পানির জিনিসপত্র বিক্রি করে প্রায় ত্রিশ হাজার টাকা আত্মসাৎ করেন। স্বাধীনতা প্রকল্পের জন্য সরকারের দেয়া দুই লক্ষ টাকার পরিণতি কী হয়েছিল জানা যায়নি। কিন্তু পরের বছরই তিনি বঙ্গবন্ধুর জীবনী লিখে ৯০ হাজার টাকা কামাই করেন। সেই সাথে নিজের বইয়ের রয়েলটি বাবদ বাংলা একাডেমির তহবিল থেকে ৩২ হাজার টাকা নেন। তাঁর এইসব অপকর্মের কারণে একাডেমির কেউ তাঁকে ভালভাবে নেয়নি। তবু তিনি পরবর্তীকালে অনেক বড় বড় পদ এবং পুরস্কার বাগিয়েছিলেন। তিনি বাংলাদেশের দক্ষ আমলাদের মতো সিঁড়ি বেয়ে উপরে ওঠার ব্যাপারে অনেক পারদর্শী ছিলেন। সেই উন্নতির ধারা গ্রহন করে এখনো বাংলাদেশে অনেকে উন্নতি করে চলেছেন। 




 

No comments: