Sunday, November 2, 2008

একটি দুর্বল অনুবাদ প্রচেষ্টা


বছর কয়েক আগে সরকারী ওয়েবসাইটগুলো ঢুঁ মারতে গিয়ে মজার একটা ওয়েবসাইট আবিষ্কার করেছিলাম। বাংলাদেশ পর্যটন কর্পোরেশানের অফিসিয়াল ওয়েব সাইট। ঠিকানা হলো www.parjatan.org আর লিংকটা পেয়েছিলাম বাংলাদেশ সরকারের অফিসিয়াল ওয়েবসাইট থেকে। এখন অবশ্য নতুন একটা ওয়েবসাইট তৈরী করা হয়েছে। আগের লিংকটাও পাল্টে দেয়া হয়েছে। কিন্তু পর্যটনের আগের সাইটটা এখনো রয়ে গেছে। হয়তো ভুলে গেছে। জানিনা কোন মহাজ্ঞানীকে এ ওয়েবসাইট তৈরীর কাজ দেয়া হয়েছিল, কিন্তু এরকম মহাজ্ঞানীরা যে আমাদের সরকারী দপ্তরগুলোতে এখনো বহাল তবিয়তে আছে তাতে কোন সন্দেহ নেই।

একটা মন্ত্রনালয়ের সবকটা গবেট হবে এটা মনে করা উচিত না। পর্যটন মন্ত্রনালয়েও নিশ্চয় নানান ক্যাটাগরীর লোক আছে। আমার জানতে ইচ্ছে হয়, তারা কেউ কি এই সাইটে কখনো ঢুকেনি? তাদের মাথায় কী আসেনি কেন এই সাইটটা তৈরী করা হয়েছে? কারা এটা পড়বে, কি থাকা উচিত, কি না থাকা উচিত। বাংলাদেশ সত্যি বিচিত্র একটা দেশ। বিচিত্র এদেশের সরকারী কর্মচারীগন, যেমন বিচিত্র রাজনীতিবিদগন।

ওয়েবসাইটটা এই এক পৃষ্ঠারই। জানিনা পৃথিবীতে আর কোন টুরিজম কোম্পনীর এক পৃষ্ঠার ওয়েবসাইট আছে কিনা। অনুবাদ করতে গিয়েও হোঁচট খেলাম পদে পদে। তবু আমি সাধ্যমত চেষ্টা করেছি একটা কিছু দাঁড় করাতে। হয়তো যারা এই সাইটের নির্মাতার শব্দ চয়ন আমার সীমিত ইংরেজী জ্ঞান দিয়ে বোঝা সম্ভব না। কারন ভাব, বাক্য আর শব্দের মধ্যে কোন মিল খুঁজে পাচ্ছিলাম না।

[বিশেষ সতর্কবানীঃ এটি একটা ওয়েবসাইটের দুর্বল ও ব্যর্থ অনুবাদ প্রচেষ্টা। নিছক কৌতুক হিসেবে পড়লে ভালো হয়। সিরিয়াসলি নেয়ার ফলে কোন হৃদয় ক্ষতিগ্রস্থ হলে অনুবাদক কিংবা পর্যটন কতৃপক্ষ কেউই দায়ী হবেন না]

www.parjatan.org
TRAVELS IN BANGLADESH
বাংলাদেশে ভ্রমন

Whether its at the beautiful and serene beaches of places like coxs’ bazaar that stretch on forever, or a boat journey through the winding, curving backwaters of a Bangladeshi river, with its ancient towns and villages some dating back more than 2000 years, and past maharajas palaces of the previous centuries . It’ll be an experience that will undoubtably find a place which will provide you with the unforgetable trip of a lifetime.

[কক্সবাজারের মতো সুন্দর ও নিস্তব্ধ সমুদ্র সৈকত আপনাকে চিরকাল টানবে, অথবা বাতাসের মধ্যে নৌকা ভ্রমনে, পেছনে আকাবাকা নদী, আর ২০০০ বছরের প্রাচীন শহর আর গ্রামের, অতীতের মহারাজাদের কয়েক শতক পুরোনো প্রাসাদ। এটা আপনাকে এমন একটা অভিজ্ঞতা যা নিঃসন্দেহে এমন জায়গা খুঁজে দেবে যা আপনার সারা জীবনের স্মরনীয় ভ্রমন হয়ে থাকবে।]

অনুবাদকের সংযুক্তি:

কী জিনিস অনুবাদ করলাম, নিজেই বুঝিনাই। আপনি বুজতেও পারেন, না বুজতেও পারেন। আপনি যদি বুজদার হন, তাইলে আমারে বুজায়ে দিয়েন। না বুজলে আমার সাথে লাইনে খাড়ান। কেউ না কেউ নিশ্চয়ই বুজছে।

Prior to the time of Bangladeshs’ liberation in 1971, most tourists kept their visits to, Dhaka and Agrabad, however with limited satisfactory accomodation in the rest of Bangladesh at that time, saw neighbouring Kolkata in West Bengal, who were well ahead with their facilities, soar in popularity. It took until the middle of the nineteen nineties for the improvement in accomodation started to show increased numbers of tourist flow.

(১৯৭১ সালে স্বাধীনতার আগ পর্যন্ত বেশীর ভাগ পর্যটক তাদের ভ্রমন সীমাবদ্ধ রাখতো ঢাকা এবং আগ্রাবাদে। যাই হোক থাকা খাওয়ার সীমিত সুযোগের কারনে তারা পশ্চিমবংগের কোলকাতা দেখতো, যারা অনেক বেশী সুযোগসুবিধাসমৃদ্ধ, জনসমৃদ্ধ। উনিশশত নব্বই দশকে মাঝামাঝিতে থাকা খাওয়ার ব্যবস্থার উন্নতি ঘটলে পর্যটকের সংখ্যা বাড়তে থাকে)

অনুবাদকের সংযুক্তি:

“ঢাকা এবং আগ্রাবাদে” সম্পর্কটা বুজি নাই একেবারে। বাংলাদেশে আর কোনো জায়গা নাই? আপনারা বেড়ানোর এই দুই বিখ্যাত জাগায় গেছেন কখনো?

Tourism alive and Well in Bangladesh.

পর্যটন ভালো এবং জীবিত আছে বাংলাদেশে

Since the year 2000 tourists arriving in Bangladesh have been swelling in numbers. Also travelling further within the country and visiting places like Cox’ Bazaar, Teknaf, the Sundarbans, Kuakata, Paharpur and Tetulia. Not only is it international visitors but locals are also taking their holidays and coming to Dhaka, Khulna and Chittgong. All these travellers require appropriate accommodation and the demand in hotel beds and restaurants are now being met for every taste and every budget. Many of the visitors are expariate Bangladeshi coming to Bangladesh not only to visit their families, but for a holiday and to experience the vibrant and culturally rich country of their forebearers. Catering for all these people have seen an increase in the demand for new hotels and restaurants in Dhaka and other tourist locations.
[২০০০ সাল থেকে বাংলাদেশে পর্যটক আগমনের হার দারুন বৃদ্ধি পেয়েছে। তারা নানান জায়গায় বেড়াচ্ছে যেমন কক্সবাজার, টেকনাফ, দি সুন্দরবন, কুয়াকাটা,পাহাড়পুর ও তেতুলিয়া। শুধু বিদেশী না, দেশীয় পর্যটকও ছুটি নিয়ে ঢাকা, খুলনা এবং চট্টগ্রামে আসছে। এসব ভ্রমনকারীর জন্য ভালো হোটেলের বিছানার চাহিদা বাড়ছে এবং রেস্তেঁরাগুলো সস্তায় মজাদার খাবার পরিবেশনের জন্য প্রস্তুত। অনেক প্রবাসী বাংলাদেশী দেশে শুধু তাদের পরিবারকে দেখতে আসেনা, তারা আসে তাদের উন্নত সংস্কৃতির পূর্বপুরুষের ঐতিহ্যের ঘ্রান নিতে। এত লোকের খাবারের যোগান দিতে ঢাকা ও অন্যন্য জায়গায় নতুন নতুন হোটেলের চাহিদা বাড়ছে।]

অনুবাদকের সংযুক্তি:
হেডিংটা বেশী মজার। বাকীটাও কম না। বিছানার ডিমান্ড বাড়চে।

The language of Bangladesh is Bengali (Bangla). Bengali is an Indo-Aryan language it evolved from Sanskrit. Sanskrit being one of the oldest languages documented in the world. Bengali writing is a cursive script like other Indian scripts, originating from the Brahmi alphabet of the Asokan inscriptions. It contains 52 consonants and 12 vowels. English is also spoken in many places.
[বাংলাদেশের ভাষা হলো বেংগলী মানে বাংলা। বাংলা হইলো একটা ইন্দো-আর্য ভাষা যা সংষ্কৃত থেইক্কা উৎপত্তিলাভ করেছে। সংস্কৃত পৃথিবীর অন্যতম প্রাচীন ভাষা। বাংলা লিখন পদ্ধতি অন্যন্য ভারতীয় ভাষার মতো আকাবাকা, যা অশোকা লিপির ব্রাম্মী অক্ষর থেকে উদ্ভুত। বাংলা ভাষায় ৫২টি ব্যন্জ্ঞনবর্ন এবং ১২টি স্বরবর্ন রয়েছে)

অনুবাদকের সংযুক্তি:
জ্ঞানের কথারে ভাই জ্ঞানের কথা। এমন জ্ঞান আগে কখনো পান নাই জেনে রাখেন নিশ্চয়ই

Travelling through Bangladesh is cheap. Tipping is encouraged in most restaurants frequented by foreigners, expect around 5%. It's how much of the staff make their wage, so please be thoughtful in this regard as some tourists can be a little stingy, being used to their own countries. "Baksheesh" is Bangla for tipping. When purchasing a souvenir, you'll find the people skilled in the art of bargaining. This is also custom, remember have fun with it even though you might feel a little frustrated. Just start at around half of what the asking price is and go from there. Walk away if you feel the price is too high, there are many other sellers nearby. Just be aware of the restrictions of your own country and conscience when making a purchase. There are some industries that you you shouldn't encourage in any country.
[বাংলাদেশের ভেতরে সস্তায় ভ্রমন করা যায় । টিপস্ বা বকশিশ প্রচলিত প্রায় রেষ্টুরেন্টেই, বিদেশীরাই দেয় বেশী, ৫% এর মতো আশা করা হয়। এটাই হোটেল কর্মচারীদের মুল আয়, তাই ব্যাপারটা ভেবে দেইখবেন কারন অনেক টুরিষ্ট আছে কনজুস টাইপের, যেমনটি তারা তাদের নিজ দেশে অভ্যস্ত(এইখানে এসব কনজুসামি চলবে না)। টিপস এর বাংলা 'বকশিশ'। স্যুভেনিয়ের কেনা সময় দেখবেন লোকজন দরদরিতে বেশ ওস্তাদ। এটা এদেশের একটা রীতি, কিন্তু মনে রাখবেন এটা একটা মজার ব্যাপার, যদিও আপনার বিরক্ত লাগতে পারে। আপনি যে কোন কিছু কেনার সময় যা দাম চায় তার অর্ধেক দিয়ে দরাদরি শুরু করবেন। যদি বেশী দাম চায়, অন্যদিকে হাটা দেবেন। কারন সেখানে আরো অনেক বিক্রেতা আছে কাছাকাছি। কিন্তু যখনই কিছু কিনবেন আপনার নিজের দেশের নিষেধাজ্ঞা আর নৈতিকতার ব্যাপারে সতর্ক থাকবেন।]

অনুবাদকের সংযুক্তি:
মানে এমন কিছু কিনিয়েন না যেইডা আপনের নিজের দেশে অ্যালাউ করে না। আমনে এইখানে আইসা গাঁজা-বুইল্লা খাইয়া খারাপ হইয়া যাইবেন আমরা তা হইতে দিমুনা। আমরা অথিতির অকল্যান চাইনা।

Health
(স্বাস্থ্য কথা)
Health issues in Bangladesh like in most poorer countries of the world are not too good, once you are out of the major centres. It’s always best to carry with you your personal items and if you are engaging in a higher than normal risk sport, take a first aid kit with sterile syringes. The lists of communicable and potentially deadly diseases is long, and some countries fail to give accurate accounts of the afflicted for fear of loss of tourism revenue.
স্বাস্থ্য বিষয়ে বাংলাদেশ পৃথিবীর অন্যান্য দরিদ্র দেশের মতোই দুর্গত। বিশেষ করে শহরের কেন্দ্রস্থলের বাইরে গেলে আপনি রিসকের মধ্যে থাকবেন। আপনার জিনিসপত্র সবসময় নিজের কাছেই রাখবেন। আপনি যদি স্বাভাবিকের চেয়ে বেশী ঝুঁকিপুর্ন কোন খেলাধুলার সাথে জড়িত থাকেন, তাহলে অবশ্যই জীবানুমুক্ত সিরিন্জ এবং প্রাথমিক চিকিৎসার সরন্জামগুলো সাথে রাখবেন। এখানে সংক্রামনশীল, মারাত্মক প্রানঘাতী রোগের তালিকা অনেক দীর্ঘ- মানে রোগজীবানুতে ভরপুর একটা দেশ। অনেক দেশ তো এসব রোগের ঠিকঠাক হিসাব দেয়না তাদের ইনকাম কমে যাবে বলে]

অনুবাদকের সংযুক্তি:
কিন্তু আমরা সদা সত্যি কথা বলি তাই ফ্র্যাংকলি আপনেরে কথাটা কইলাম। তবে রোগ বালাইতো আছে দুনিয়ায়, ভালো থাকার আছে যে উপায়।

Welcome to Bangladesh and its fascinating people, its longstanding history, its dance, music, philosophy, literature, meditation and yoga is a refreshing change from your usual holiday destination.
[বাংলাদেশে স্বাগতম এবং এর চমৎকার মানুষ, দীর্ঘ ইতিহাস, নাচ, গান, দর্শন, সাহিত্য, মেডিটেশান ও যোগ এসব কিছু আপনার জন্য ভিন্ন আনন্দের যোগান দেবে যা আপনি আর কোথাও পাবেন না]

The bottom line when travelling is be aware, have travel insurance, stay clear of illicit drugs and be prepared to pay to get yourself out of trouble. Believe me the consequences of a bad decision can be higher than you could imagine. But the rewards of an exciting trip into an exotic location that has both the extremities of life will leave you culturally richer and aware.
[শেষকথা: যখন ভ্রমন করবেন, সাবধানে থাকবেন, ভ্রমন ইন্স্যুরেন্স অবশ্যই রাখবেন। অবৈধ কোন মদ-গাজাঁ-আফিম-হেরোইন বা ডাইল থেইকা সইরা থাকবেন। যদি না থাকেন তাইলে হেভী টেকা পয়সা রেডী রাইখেন পুলিশরে ম্যানেজ করার লাইগ্যা । খোদার কসম কইলাম, আপনের একটা ভুলের মাশুলে খেসারত কত্ত বড় হইবো আপনে তা কল্পনাই কর্তে পার্বেন না। কিন্তু এরকম অসাধারন জায়গায় ভ্রমনের সবচাইতে বড় পুরস্কার হইলো….আপনে একেবারে উন্নত সংস্কৃতির শিক্ষায় শিক্ষিত হইয়া বারাইবেন]

অনুবাদকের সংযুক্তি:
এই পর্বটাও বুজি নাই একেবারে, কী বোঝাইতে চাইছে, কারে কী কইতে চাইছে।

=সমাপ্তি=

No comments: