আমরা বদলাবো না। আমাদের অতীত সোনালী।
আমরা বাঁচি অতীতে। আমরা ভবিষ্যত দেখি না।
বর্তমান মানি না। আমরা আপোষহীনা।
না, এইটা কোন কবিতা না।
মনটা ভার ভার গত দুই দিন। কথা ছিল হালকা হওয়ার। জরুরী অবস্থা শিথিল হচ্ছে, নির্বাচনী দামামা বাজছে, শেখ হাসিনা দেশে এসেছে, খালেদা জিয়া লালদিঘীতে প্রথম জনসভা করেছে। গনতন্ত্রপ্রিয় মানুষেরই খুশী হওয়ার কথা। কিন্তু আমি খুশী হতে পারিনি। মুক্তির পর পর দুই নেত্রীর প্রথম জনদর্শন কেন যেন শুভ সূচনা মনে হয়নি।
পৃথিবীজুড়ে বইছে পরিবর্তনের হাওয়া। বারাক ওবামা বলছে ‘পরিবর্তন’, প্রথম আলো বলছে ‘বদলে যাও’। কিন্তু খালেদা জিয়া বা শেখ হাসিনার মধ্যে পরিবর্তনের কোন আভাস দেখা যায়নি এখনও।
দুজনের কেউ বলেনি, আমরা অতীতের ভুলভ্রান্তি ছাপিয়ে বাংলাদেশকে সোনালী ভবিষ্যতের দিকে নিয়ে যাবো। দেখে মনেই হচ্ছে না জীবনের দীর্ঘতম কারাজীবন শেষে দুজন প্রথম জনসমক্ষে এসেছেন। কী ভুলের কারনে এই কারাবাস ঘটেছিল? আদৌ কোন ভুল ছিল কি? তাঁদের প্রাথমিক আচরনে মনে হচ্ছে না কোন ভুল ছিল দুজনের অতীতে। সব কিছু যেন ‘শুদ্ধ’ই ছিল এবং সেই ‘শুদ্ধতা’র চর্চা অব্যাহত রাখার লক্ষনও মোটামুটি পরিস্কার। কিন্তু অতীতের সেই ‘শুদ্ধতা’ জাতিকে নতুন কোন সংকটের মুখোমুখি করবে না তো?
No comments:
Post a Comment