গনি মিয়া পরের জমিতে নিজের গরু দিয়ে চাষ করার সময় আল ভেঙ্গে পাশের সরিষা ক্ষেত নষ্ট করে জরিমানার শিকার হয়ে দুইদিন উপোষ থাকার পর বউয়ের গঞ্জনায় হাটে গিয়ে নির্বোধ পশুটিকে বিক্রি করে ফিরে আসার কালে ছিনতাইয়ের শিকার হয়ে সর্বস্ব হারিয়ে মাঝ সন্ধ্যায় ঘরে ফিরে গলায় দড়ি দিল।
No comments:
Post a Comment