Monday, November 28, 2016

বাংলাদেশ কেন হজম হয়ে যায়নি

যোগ্য এবং শক্তিশালী নেতৃত্বের অভাবে আস্ত একটা দেশ, জাতি, রাষ্ট্র, তার অস্তিত্ব হারিয়ে আরেকটা দেশের পেটের মধ্যে হজম হয়ে যেতে পারে। বড় মাছ যেভাবে ছোট মাছকে গিলে ফেলে, একটা দেশ তেমনি আরেকটা দেশকে গিলে খেতে পারে। আমাদের নিকটতম প্রতিবেশী উদাহরণ আরাকান বার্মার পেটে, সিকিম ভারতের পেটে, তিব্বত চীনের পেটে হজম হয়ে গেছে।

বাংলাদেশও কারো না কারো পেটে হজম হয়ে যেতো যদি শেখ মুজিবের জন্ম না হতো। যারা মনে করেন যে 'কেউ একজন' থাকলেই দেশ এগিয়ে যায়, তাদের বুঝতে হবে 'যে কেউ একজন' জাতিকে ঐক্যবদ্ধ করতে পারে না। জাতিকে ঐক্যবদ্ধ রাখার ক্যারিশমা, সেই ব্যক্তিত্ব, সেই বিচক্ষণতা- গাছেও ধরে না, বাজারেও কিনতে পাওয়া যায় না।

বর্তমানে চলমান রোহিঙ্গা সমস্যার দিকে তাকিয়ে পুরোনো উপলব্ধিটা নতুন করে অনুভব করলাম। একসময় আরাকানও একটি শক্তিশালী রাষ্ট্র ছিল। এতটাই শক্তিশালী ছিল যে মহামতি মোগল সম্রাটদের একশো বছরের বেশী লেগেছে আরাকানকে সরিয়ে চট্টগ্রাম দখল করতে। সেই শক্তিশালী রাষ্ট্র আরাকান এখন মধ্যযুগের ইতিহাসের একটি অংশ মাত্র। সুতরাং 'নিজে যুদ্ধ না করে' স্বাধীন একটি রাষ্ট্রের জন্ম দেয়া শেখ মুজিবের প্রতি কৃতজ্ঞ হয়েই থাকতে হবে আমাদের।

[হজম হয়ে যাওয়া প্রতিবেশী রাষ্ট্রগুলির ইতিহাস পড়তে পড়তে চেনা উপলব্ধি নাড়া দিচ্ছে আবারো]

No comments: