Saturday, November 12, 2016

বাড়ানো পাত



অলীক, তোমার স্বপ্ন থেকে শান্ত হাতের
একটি দুটি রৌদ্রেপোড়া
সাহস
আমায় ঋণ দিয়ে যাও, দোলের দিনে
আবির খেলতে ঋণ দিয়ে যাও অলীক তোমার
সকল তামস কলুষ হরণ
গানের অমন ঝর্নাতলায় হাসতে পারি খেলতে পারি
এমন একটি দিন দিয়ে যাও যখন তোমার সোনার বরণ 
গ্রীষ্ম লেগে কাতর তখন হাতের কাছে হাতপাখা নাও, রৌ্দ্রেপোড়া
হাতপাখা নাও....
............
অলীক তোমার স্বপ্ন থেকে ্ আর একটিবার
শান্ত হাতে আদর করার একটি দুটি
ছল খুঁজে দাও রৌদ্রেপোড়া.......
[ঋণ-জয় গোস্বামী]




****** ****** *******

সদ্য চোখ মেলা পাতাটিকেও হাত পেতে বলতে হয় আলো দাও, বেঁচে থাকি। রক্তিম কাণ্ড ছেড়ে নিজস্ব সবুজে রূপান্তরিত হবার প্রাক্কালে সূর্যের সাথে তার নিজস্ব বোঝাপড়া।

No comments: