Sunday, November 13, 2016

শূন্যের জয়

শূন্যেরও জয় আছে, শূন্যেরও আছে উৎসব। শূন্য দিয়ে পূর্ণ হয় কোন কোন বিরূপ সময়। যখন মোহ কেটে গিয়ে উধাও চাঁদ ঘোর কেটে বেরিয়ে আসে নতুন উপত্যকা ঘেঁষে।

................................................................................................
চাঁদ সে দণ্ডিত আলো মাথা দিয়ে ঠেলে মূহ্যমান
মেঘে না বেরোয় যবে সমস্ত অপ্রকাশিত গ্রহ
গ্রহানু পেরিয়ে গিয়ে মেঘে ঢাকা আমার শরীর
প্রকাশ না করে তবে এক চন্দ্রসংস্করণের
আগে পরে অশরীর আরও লক্ষ লক্ষ চন্দ্র নিয়ে আসে
নীলিমা স্থাপন করে আমাতে এ ৯ ০ ৯
০ ৯ ০ ৯ ০ সাল কাল জন্মমাসে
বাতাসকে বয়ে চলি সমস্ত অপ্রকাশিত জয়
মেঘের তলায় জয় হয়েছিল, মেঘে উঠে চাঁদ
জয়যুক্ত হল, এই বায়ু যুক্ত জয় যুক্ত আলো
সমান সমগ্র গোল : ফেটে যে-নিঃশ্বাস বায়ু বয়
সে পড়ে তারার অঙ্কে শুয়ে, শুয়ে তারা অঙ্ক পড়ে
জয়যুক্ত জয়যুক্ত জয়, শূন্য, জয়শূন্য নয়
[জয় গোস্বামী]
=====================================



০ ৯ ০ ৯ ০ ৯
*
*
*
০১৬ ০১৬ ০১৬
*
*
*
চাঁদ ডুবে গেলে পর পৃথিবীর অর্ধেক আঁধার এসে আমার ডান হাতে অস্তমিত হয়



No comments: