শূন্যেরও জয় আছে, শূন্যেরও আছে উৎসব। শূন্য দিয়ে পূর্ণ হয় কোন কোন বিরূপ সময়। যখন মোহ কেটে গিয়ে উধাও চাঁদ ঘোর কেটে বেরিয়ে আসে নতুন উপত্যকা ঘেঁষে।
মেঘে না বেরোয় যবে সমস্ত অপ্রকাশিত গ্রহ................................................................................................
চাঁদ সে দণ্ডিত আলো মাথা দিয়ে ঠেলে মূহ্যমান০ ৯ ০ ৯ ০ সাল কাল জন্মমাসে
[জয় গোস্বামী]
=====================================
০ ৯ ০ ৯ ০ ৯
*
*
*
০১৬ ০১৬ ০১৬
*
*
*
চাঁদ ডুবে গেলে পর পৃথিবীর অর্ধেক আঁধার এসে আমার ডান হাতে অস্তমিত হয়
*
*
০১৬ ০১৬ ০১৬
*
*
*
চাঁদ ডুবে গেলে পর পৃথিবীর অর্ধেক আঁধার এসে আমার ডান হাতে অস্তমিত হয়
No comments:
Post a Comment