Friday, November 25, 2016

স্বপ্নে পাওয়া শব্দ - ছোলেষ

নিজে সেইসব অপকর্ম সমূহ করেও সাধু থাকতে চায় অথচ অন্যদের সেই কর্মে এক বিন্দুও সহ্য করে না, এমন মানুষকে ডাকার মতো উপযুক্ত শব্দ বাংলা ভাষায় আছে কি? আমি খুঁজে পাইনি।

কিন্তু অদ্ভুত কোন কারণে স্বপ্নে পাওয়া ওষুধের মতো মাথার ভেতরে তাদেরকে ডাকার মতো একটি শব্দ কেবলই ঘুরপাক খাচ্ছে-  'ছোলেষ', 'ছোলেষ', 'ছোলেষ'........

দেশের মাথা, সমাজের নেতা, উপদেশ বন্টনকারী, স্বচ্ছল সমৃদ্ধ সুশিক্ষিত প্রচুর 'ছোলেষ' আজকাল নৈতিকতার ঝাণ্ডাধারী। সামাজিক যোগাযোগ মাধ্যমও তাদের দখলে।

No comments: