Sunday, November 13, 2016

শ্বেত রক্ত

পাতাটির শিরা উপশিরায় বহমান স্বচ্ছ শ্বেত রক্ত কণিকায় খাদ্য অনুসন্ধানী পিঁপড়া।

যদি এটি পাতা না হয়ে একটি মানচিত্র হতো তাহলে দৃশ্যমান শিরা উপশিরাগুলো হতো একেকটি নদী নালা খাল। আর মাঝখানের সবুজ টুকরোগুলো একেক খণ্ড জমি।

এ যদি এক স্যাটেলাইট ছবি হতো সবুজ টুকরোগুলো নিশ্চিতভাবে সতেজ ঘাসের মাঠ হতো। আর পিঁপড়াটি কী হতো তখন?

আমার ভূখণ্ড গ্রাস করতে আসা এক অপশক্তি।

পৃথিবীর শিরা উপশিরা দিয়েও নানাবর্ণের রক্ত প্রবহমান। মাটির কান্না চোখে দেখা যায় না।

No comments: