Tuesday, November 15, 2016

অনুল্লেখ্য বিভ্রম

চায়ের কাপটি যে টেবিল টপের উপর রাখা সেই টেবিলের উপর একটি চিত্র আছে। এই টেবিলের বয়স দুই বছরের বেশী এবং এটার উপর কাপ পিরিচ রেখে কতশত বার চা নাস্তা করেছি অথচ এই ছবিটা কিসের তা বুঝতে পেরেছি মাত্র আজ সকাল নটার পরে।

দেরীতে ঘুম থেকে উঠে হাতমুখ ধুয়ে চা খাওয়ার আগে বসে পত্রিকায় চোখ বুলাচ্ছিলাম তখন পাশে টেবিলের উপর চোখ পড়াতে খুব অবাক হয়ে তাকিয়ে থাকলাম।

ছবিটা একগুচ্ছ রঙিন পেন্সিলের বৃত্তাকারে সাজানো একটি দৃশ্যের। সামান্য দৃশ্যটি বুঝতে এতখানি সময় কেন লাগলো সেটা খুব অবাক করেছে। কার বইতে যেন পড়েছিলাম শিল্পী সুলতানের কিছু ছবি কাছ থেকে বোঝা যেতো না একটা নির্দিষ্ট দূরত্বে গেলেই ছবির আসল সৌন্দর্য বোঝা যেতো।

এক্ষেত্রে আমি টেবিল থেকে দূরেও যাইনি। একই দূরত্বে থেকে যে দৃশ্য আগে চোখে পড়েনি তা আজ পড়লো। যে চিত্রটা এতকাল ছিল কেবলই কিছু সমান্তরাল রঙের অর্থহীন রেখামাত্র, আজ সেই দৃশ্যটি পরিপূর্ণ অর্থ নিয়ে চোখের সামনে হাজির। একপাল রং পেন্সিলের উপর চায়ের কাপটা কেমন চুপচাপ বসে আছে। অতি তুচ্ছ এই দৃশ্যটি আমার কাছে অপটিক্যাল ইল্যুশনের যথার্থ একটা উদাহরণ হইল!

No comments: