Sunday, November 6, 2016

এসো নিজে পড়ি

হঠাৎ করে হাতে অঢেল সময় চলে আসলো। রীতিমত বড়লোক। এত সময় ধুয়ে পানি খাবো? কর্মসময় কমে যাবার প্রাক্কালে অলস সময়ের কানে কানে বলে গেল, বসে থাকিস না, কাজে লাগা, হাত পা মুখ চোখ কান, মাথা মগজ সব অচল হয়ে যাবে। জ্ঞান, আনন্দ আর বন্ধুতায় বয়সটয়স কোন ব্যাপার না।

তিন বছর পর সাহস করে edX এ ঢুকলাম। বেছে টেছে MIT এর একটা কোর্স পছন্দ করলাম। Supply Chain Analytics যেটা আমার অনলাইন কাজের সাথে সঙ্গতিপূর্ণ। এই লাইনে অামার আত্মবিশ্বাস অনেক বেশী। চাইলে পিএইডি থিসিসও করে ফেলতে পারি অথবা কেউ পিএইডি করলে তার এডভাইজারও হতে পারি। এত অভিজ্ঞতা সত্ত্বেও প্রথম সপ্তাহের কোর্স ম্যাটেরিয়াল দেখে আক্কেল গুড়ুম। এখানকার অধিকাংশ পড়াশোনা হলো অংকের উপর ভর দেয়া। আমার SCM এর বাস্তব অভিজ্ঞতা আর থিউরির মধ্যে পার্থক্যের প্রধান অংশ হলো অংক। এই অংক, এই ফরমূলা আমার বহুল চেনা হলেও এই বয়সে আর এসব ধরতে ইচ্ছে করে না। তবু ওষুধের তেতো গেলার মতো গিলতে শুরু করেছি। কিন্তু সারাক্ষণ তেতোর উপর থাকলে মাথা নষ্ট হবার সম্ভাবনা।

তাই আবার একটু চোখ ঘুরিয়ে হালকার উপর সমাজবিজ্ঞানের একট কোর্স পছন্দ করলাম
Wellesley College এর। Global Inequality নামের এই কোর্সটা ইন্টারেস্টিং মনে হলো প্রথম লেকচারটা শুনেই। দুনিয়াজোড়া প্রচুর অনিয়ম, অবিচার জারি আছে কোন সন্দেহ নেই, তাই এই কোর্সটা দুনিয়ার হালচালের সাথে সঙ্গতিপূর্ণ। বিশেষ করে এখানে গার্মেন্টস সেক্টরের অনিয়ম অবিচারগুলো নিয়ে বেশ কিছু পর্ব আছে এবং দুটো ডকুমেন্টারী মুভি নিয়ে বেশ ভালো আলোচনা আছে কোর্সে China Blue এবং Made in LA নামে। এই দুটোই চীন এবং ল্যাটিন দেশের গার্মেন্টস শ্রমিকদের জীবনযাপনের উপর। আমার নিজের অভিজ্ঞতা বাংলাদেশের। তিন দিক মিলিয়ে এই কোর্সটা ভালো লাগতে শুরু করেছে। এটাও edX কোর্স।

সময় শূন্যতা মোটামুটি পূর্ণ করার পর ইচ্ছে হলো coursera থেকে একটু ঘুরে যাই। ওখানে আজকাল প্রায় সব কোর্সে পয়সা। আগের মতো অবস্থা নাই। দেখতে গিয়ে চোখ আটকে গেল অন্যরকম একটা কোর্সের দিকে। A Life of Happiness and Fulfillment. এই কোর্সটা Indian School of Business এর। বিজনেস স্কুল কেন  এমন কোর্স রেখেছে সেই কৌতুহল থেকে এনরোল করালাম একটু দেখে সটকে পড়বো ভেবে। কিন্তু এটার শুরুটা এমন চমকপ্রদ, ঢুকেই আটকে গেলাম চৌম্বকীয় লেকচারের টানে। এই কোর্সটার পরতে পরতে আনন্দের সম্ভার। অনেক ব্যস্ত নই বলে এটাকেও রেখে দিলাম। সবচেয়ে মজার কথা হলো এটা সবচেয়ে কম প্রায়োরিটি পাবার কথা থাকলেও, আমাকে বেশী টানতে শুরু করছে এই কোর্সটাই।

অলস সময় এবার গা ঝাড়া দিয়ে উঠে বসতে বাধ্য হলো। আগামী বছরের প্রজেক্ট প্রোফাইল তৈরী করার জন্য এখনই সঠিক প্রস্তুতিকাল।

No comments: