"Only Time" by ENYA
***********************
***********************
Who can say where the road goes? Where the day flows? Only time
কে জানে পথ কোথায় নিয়ে যাবে দিনের শেষে?
কে জানে পথ কোথায় নিয়ে যাবে দিনের শেষে?
And who can say if your love grows As your heart chose? Only time
কে জানে তোমার মন কখন কাকে খুঁজে বেড়ায় অনির্দেশে?
কে জানে তোমার মন কখন কাকে খুঁজে বেড়ায় অনির্দেশে?
Who can say why your heart sighs As your love flies? Only time
কে জানে কেন তোমার দীর্ঘশ্বাস এখনো উড়ে বেড়ায় হারানো প্রেমের খোঁজে?
কে জানে কেন তোমার দীর্ঘশ্বাস এখনো উড়ে বেড়ায় হারানো প্রেমের খোঁজে?
And who can say why your heart cries When your love lies? Only time
কে জানে তোমার মন কেন কাঁদে ভালোবাসার মিথ্যাচারে?
কে জানে তোমার মন কেন কাঁদে ভালোবাসার মিথ্যাচারে?
Who can say when the roads meet That love might be in your heart?
কে জানে কখন পথের ধারে মিলে যায় অচেনা প্রেমের আহ্বান!
কে জানে কখন পথের ধারে মিলে যায় অচেনা প্রেমের আহ্বান!
And who can say when the day sleeps If the night keeps all your heart, Night keeps all your heart?
আর কেউ কি জানে যখন দিন ঘুমিয়ে পড়ে রাত্রি এসে তোমাকে আগলে রাখে বুকের মাঝে?
আর কেউ কি জানে যখন দিন ঘুমিয়ে পড়ে রাত্রি এসে তোমাকে আগলে রাখে বুকের মাঝে?
Who knows? Only time
কেউ জানে না- কেউ জানে না! জানে শুধু সময় ৷ সময়!
+++++++++++++++++++++++++++++
Artist: Enya
Album: A Day Without Rain
Released: 2000
Album: A Day Without Rain
Released: 2000
No comments:
Post a Comment