Monday, April 11, 2016

ভালোবাসি অবসাদ, এইসব নিদ্রাহীন রাত

কাজের সময় কমে গেছে অবসাদের তোড়ে৷ অষুধের ক্লান্তিকর প্রতিক্রিয়া৷ খুব দরকার না হলে ল্যাপি খোলা হয় না কর্মসময়ের বাইরে৷ ফ্রি ল্যান্সার হবার সুযোগের পূর্ণ আলস্য অপব্যবহার৷

অব্যাহত থাকলে কর্মচ্যুতি ঘটতে পারে৷ ইতিমধ্যে কিছু লক্ষণ দৃশ্যমান৷ নতুন কিছু করে খেতে হবে হয়তো৷ আরো একটা নতুন কাজ হাত পেতে বসে আছে৷ টাকাকড়ি কম হলেও চলে যাবে৷

ফ্রি ল্যান্সারদের সাথে রিকশাওয়ালার অনেক মিল৷ পার্থক্য হলো ঘুমে৷ ওদের রাত কাটে ঘুমে৷ আমরা কেউ কেউ রাতভর জেগে কাটাই সমস্যাহীন অবসাদ নিয়ে৷ ওষুধেও কখনো কখনো কাজ দেয় না৷

জেগে আছো কেন? কোথায় সমস্যা?

সমস্যা নাই তবু ঘুম নেই৷

বিশ্বাস করানো যায় না উত্তরটা৷ করার কথাও না৷ এত সুখে থেকে এত ভালমন্দ খেয়ে ঘুমোতে পারছে না কেউ আমারই অবিশ্বাস হয় মাঝে মাঝে৷ একটা দরিদ্র অনাহারী মানুষের দেশে এটাকে সমস্যা মনে করাই অপরাধ৷

বরং বলি ভালোবাসি এই নিদ্রাহীন রাত৷ ভালোবাসি এইসব অবসাদ৷ যেন আমি নিশ্চিত জানি ভেতরে লুকিয়ে নেই গোপন প্রবীন কোন বিষন্নতা!



No comments: