Sunday, April 3, 2016

জানালা পেরিয়ে আসা সভ্যতা

সামনের বহুতল নির্মানাধীন দালানে দড়িতে ঝুলে ঝুলে ব্রাশ ঘুরিয়ে দেয়ালজুড়ে রঙ পালিশ করছে যে শ্রমিক সে কখনো একটা রাত্রিও যাপন করতে পারবে না অমন একটি ঘরে৷

আবার কিছুদিন পর যারা ওই অ্যাপার্টমেন্টের দুগ্ধ ফেনিল কোমল শয্যায় গা এলিয়ে শুয়ে বসে দিন পার করবে তাদের কেউ কখনো এমন দড়িতে ঝুলে ঝুলে জীবন বিপন্ন করে রঙ পালিশের কাজ করবে না৷

System generated civilisation

আমার জানালা দিয়ে আলো বাতাসের সাথে সভ্যতার বিপরীত তামাশার এইসব সাদামাটা অনুল্লেখ্য দৃশ্যগুলো ভেসে আসে৷

No comments: