এই ছবিটি বহুল পরিচিত ৷ আমাদের মুক্তিযুদ্ধের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ও তাঁর পরিবার৷
এটি একাত্তর নিয়ে দ্বিতীয় পারিবারিক ছবি যা আমাকে ভীষণভাবে আলোড়িত করে৷
এমন একটি পরিবারকে রেখে যে মানুষ মৃত্যুকে তুচ্ছ করে দেশকে মুক্ত করার জন্য শত্রু শিবিরে যুদ্ধ বিমান ছিনিয়ে নেবার কাজে ঝাঁপিয়ে পড়তে পারে তাঁদের শরীর কী পদার্থ দিয়ে তৈরী?
এইসব সংশপ্তক বীরকে আমরা সবাই কি ঠিকঠিক বুঝতে পারি? যদি না পারি তাহলে আমরা নিশ্চয়ই অমানুষ নেমকহারামের বাচ্চা!
No comments:
Post a Comment