এক
জল ঘোলা হবার পর থেকে মিথ্যে মাছগুলো বেশী ঘোরাফেরা করছে৷ যখন স্বচ্ছ ছিল তখন যতটা মাছ ততটা গোনা যেতো৷ তখন সবগুলো সত্যি মাছ ছিল৷ জল ঘোলা হবার পর মিথ্যে মাছগুলো চলে এসেছে৷ ছোট মাছ৷ ভয় নেই৷ হা করে গিলে ফেলবে না৷ কিন্তু ছোট মাছের সাথে জোঁক এসে কামড়ে ধরে যদি সেই ভয়৷ নিজের পুকুরেও ঘোলা জলে পা ডোবাতে অস্বস্তি লাগে তাই৷ পুকুর পাড়ে পা গুটিয়ে বসে থাকি৷ কখন বৃষ্টি আসে তাকিয়ে থাকি৷ অনেকদিন আমার জন্য বৃষ্টি হয় না ৷
জল ঘোলা হবার পর থেকে অনেক কিছু অজানা রয়ে গেছে ৷ রহস্যের মোড়কে আটকে গেছে অনেক ঘটনা ৷ আগে যা আপনাতেই দেখা যেতো এখন তা অনুসন্ধানেও জানা যায় না ৷ জাল ফেললে প্রশ্নবিদ্ধ মাছেরাই ধরা দেয় ৷ যে মাছ আমার মোটেও দরকার নেই ৷
দুই
জানা ছিল একদিন এমন নিরুত্তাপ সময় আসবেই ৷ যদিও চিরকাল উষ্ণতা প্রবহমান থাকার প্রতিশ্রুতি ছিল দুই পক্ষেই, তবু অন্য পক্ষ সুযোগ বুঝে পিঠটান দিয়ে বুঝিয়ে দিয়েছে চিরকাল টিরকালের বোকার স্বর্গে বেশিদিন বাস করা অনুচিত ৷ যার বেশী প্রয়োজনের চাহিদা ছিল, সেই কাঁচকলা দেখিয়ে দিতে পারদর্শী ৷ বাণিজ্য ছিল তার ৷ পুঁজি আমার ৷ কাঁচকলার ভর্তা আমাকেই খেতে হচ্ছে ৷ পুঁজি গেল, সাথে নিয়ে গেল বন্ধুতাকেও ৷ জীবন বাজি রাখলে তার গোড়ায়ও কুড়াল চালাতে দ্বিধাবোধ হতো না কৃতঘ্ন এই জীবের!
No comments:
Post a Comment