Sunday, April 17, 2016

হাওয়ায় হাওয়ায় ভেসে বেড়ানো ছায়া

প্রতিদিন বিকেলে নিয়ম বারান্দায় সময় কাটাতে শুরু করার কারণে চোখে কিছুটা আরাম বোধ করছি৷ যদিও ডানপাশের সেই দাগটা আজো পুরোপুরি মুছে যায়নি, যাবে না হয়তো৷

তবে এই বারান্দা বিহারে চোখের আরামের সাথে যুক্ত হয়েছে দক্ষিণ পশ্চিম সমুদ্র থেকে ছুটে আসা উতল হাওয়া৷ শহরজুড়ে হাঁসফাস গরম, কিন্তু এই এলাকায় অদ্ভুত রকমের ব্যতিক্রম এই পাগলা হাওয়ার নাচন৷ বাতাসে উড়িয়ে নিয়ে যেতে চায় বারান্দার শুকোতে দেয়া জামাকাপড়, টবের ফুলের চারা গাছ

চৈত্র বৈশাখে এমন হাওয়া ভীষণ ভালো লাগার৷ একদম বিনে পয়সায় পাওয়া এই হাওয়ার আদর গায়ে মুখে মেখে ভেবে নেই, আজ ভালো আছি৷ 

এরকম বাতাসে কিশোর কুমারের সেই গানটা মনে পড়ে যায়, আশির দশকের শেষে শোনা৷

'হাওয়া, মেঘ সরিয়ে, ফুল ঝরিয়ে ঝিরিঝিরি এলে বহিয়া............ '

আজ দুপুরের পর থেকে এই বসন্ত বাতাস........

No comments: