- নৈকট্যজনিত আঘাতের চেয়ে দূরত্বজনিত বেদনা শ্রেয়৷
- সাম্প্রতিক প্রবণতায় দুর্বিনীত আচরণের শব্দগুলো আধুনিক বলে বিবেচিত হলেও কারো কারো জন্য মর্মান্তিক এমনকি প্রাণঘাতীও হতে পারে৷ যদি সেই বাক্য শিক্ষিত রুচিশীল মানুষের কাছ থেকে আসে সেটা অনেক বেশী দুঃখজনক৷
- এবং প্রতিদিন কিছু না কিছু সহ্য করতে হয় যদি সামাজিক যোগাযোগ ব্যবস্থা অক্ষুন্ন থাকে৷
নগরে বাস করলে যেমন কিছুটা কার্বন মনো অক্সাইড মেনে নিতে হয় এটাও তেমনি৷
+++++++++++++++++++++++++++
সব ছেড়ে ঠিক একদিন গ্রামে চলে যাবো৷ পশ্চিমের দীঘির পাড়ের নির্জনতায়, শুধুই হাওয়ার মাতন সেখানে৷
No comments:
Post a Comment