Saturday, April 2, 2016

নিষেধ পেরিয়ে

ডাক্তারী নিষেধাজ্ঞায় ল্যাপটপ তালাবদ্ধ৷ ফেসবুক ইন্টারনেট সব দরোজায় তালা৷ বাঁচতে হবে নাকি সবার আগে৷ কদিন চলবে এভাবে জানা নেই৷ ঘুমোতে ঘুমোতে ক্লান্ত৷

কিন্তু আঙুল আর মাথা সচল থাকাতে মোবাইল নোটপ্যাড চুপিসারে পথ দেখায় বিছানায় শুয়ে থেকেই৷

মেইলের টানেল ধরে বার্তাসমূহ সীমানার বাইরে পৌঁছে যায় দারোয়ান চক্ষু এড়িয়ে৷ মেইল-টু-ব্লগস্পট রুট দিয়ে সরাসরি ইন্টারনেট এক্সপ্রেস৷

পরীক্ষামূলক পোস্ট এবং দুনিয়াকে জানিয়ে রাখা- বাপু হে পাপীতাপীদের মরণ অত সহজ নয়৷ কলম চলবে৷

অলস মস্তিষ্ক শয়তানের কারখানা৷ কারখানায় উৎপাদিত ফরমূলা-
notepad>email>blogspot mail>publish

কাঁহাতক আর শুয়ে থাকা যায়! এক লাইন দুই লাইন করে আবারো যাত্রা করা যায়৷

No comments: