আমরা অনেকে মূর্খ নিঃশ্বাসে বেঁচে থাকি৷ কাজ করি খাইদাই সব ঠিক আছে কিন্তু জীবনবোধটা পশুদের চেয়ে উন্নত নয়৷ তার চেয়ে একটা আগাছার জন্ম ভালো৷ পৃথিবীকে সে দিচ্ছে কিছু সবুজ অক্সিজেন৷ আমরা কী দিচ্ছি প্রতিদিন? আমি আমার চেয়ে গাছেদের মাছেদের এমনকি ওই পুকুরের সবুজ শ্যাওলাদের জীবনবোধকে উন্নত মনে করি৷ মানুষের উন্নাসিক সভ্যতার তুলনায় ওদের জীবন অনেক বেশী দরকারী৷ ওরাই এই গ্রহের সত্যিকারের বন্ধু৷ আমার একটি মূর্খ নিঃশ্বাসের চেয়ে ওদের একফোঁটা অক্সিজেন পৃথিবীর জন্য বহুগুন বেশী জরুরী৷
চোখের সামনে পুকুর পাড়ে একটি লিচুগাছের নীচে বর্জ্য পুড়িয়ে গাছের একাংশ পুড়ে ফেলেছে কয়েকজন মানব সন্তান৷ সামান্য ক্ষতি!
No comments:
Post a Comment