বিশ্বাসঃ
বিশ্বাস খুব শক্তিশালী ব্যাপার৷ বিশ্বাসকে বিশ্বস্ততার সাথে ধারণ, লালন এবং পালন করতে না পারলে তাকে মুক্তি দেয়া উচিত৷ নইলে নিঃশব্দ অনুতাপ কিংবা গ্লানিবোধ দেহ-মনের স্বাস্থ্যহানি ঘটায়৷
এই বিশ্বাসের ভেতর আত্মবিশ্বাস থেকে শুরু করে ধর্ম বিশ্বাস পর্যন্ত যে কোন ব্যাপার অন্তর্ভূক্ত হতে পারে৷ অবিশ্বাসের জন্যও এটা একইভাবে প্রযোজ্য৷
প্রত্যাশাঃ
প্রত্যাশার ব্যাপারে এর বিপরীত কাজ করতে হয় ৷
বাছাই করো এবং বিয়োগ করো৷
যত কম ততই স্বাস্থ্যকর৷
এমনকি ওই গাছে আগে ফুল ফুটতো এখন কেন ফোটে না বলেও আক্ষেপ করা যাবে না৷
No comments:
Post a Comment