Tuesday, April 19, 2016

শেকড়ের শেকল

শেকড়ে এমন বাধা(বাঁধন?) না থাকলে আজ আমি হয়তো বিশ্বময় দাপিয়ে বেড়াতে পারতাম৷ সবার সুযোগ সামর্থ দুটো একসাথে থাকে না৷ আমার দুটোই ছিল তবু হলো না শেকড়ে আটকে থেকে৷

আমাকে এখনো মাঝে মাঝে ডাকে আমাজন জঙ্গল, দক্ষিণ প্রশান্ত মহাসাগর, কঙ্গো থেকে জাম্বেসী নদীর তীর, ক্যারিবীয়ান দ্বীপপুঞ্জ৷ আমার কিছুই দেখা হলো না শেকড়ের শেকলে আটকে থেকে৷

নিজেকে বোঝাই, বাংলার মুখ আমি দেখিয়াছি বলে পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর৷ দেখিতে চাহিলে বড় অনর্থ হইয়া যায়৷

No comments: