ছেড়েছো তো অনেক কিছুই পুরোনো অভ্যেস
অসুখ-বিসুখ হবার পরে জিলেপি সন্দেশ
ছেড়েছো তো অনেক কিছুই পুরোনো বোলচাল
পুরোনো ঘর, পুরোনো ঘর, কুড়োনো জঞ্জাল
হাল ছেড়ো না
হাল ছেড়ো না বন্ধু বরং কন্ঠ ছাড়ো জোরে
দেখা হবে তোমায় আমায় অন্য গানের ভোরে
ছেড়েছো তো অনেক কিছুই পুরোনো সেই হাসি
সকাল বিকেল জানিয়ে দেওয়া তোমায় ভালোবাসি
স্বপ্নগুলো ছেড়েছো তো কয়েক বছর আগে
আমার কিন্তু স্বপ্ন দেখতে আজও ভালো লাগে
হাল ছেড়ো না
হাল ছেড়ো না বন্ধু বরং কন্ঠ ছাড়ো জোরে
দেখা হবে তোমায় আমায় অন্য গানের ভোরে
আমারও তো বয়স হচ্ছে, রাত-বিরাতে কাশি
কাশির দমক থামলে কিন্তু বাঁচতে ভালোবাসি
বন্ধু তোমার ভালোবাসার স্বপ্নটাকে রেখো
বেঁচে নেবার স্বপ্নটাকে জাপটে ধরে থেকো
দিনবদলের স্বপ্নটাকে হারিয়ে ফেলো না
.........................................................
সময়ের সাথে ভালোলাগা বদলে যায়, প্রায়োরিটি বদলে যায়, বদলে যায় আরো অনেক কিছু৷ কবির সুমনের প্রতি যে ভালোলাগা ছিল তাও বদলে গেছে৷ কিন্তু এই গানটা সময়ের সাথে যেন আরো অর্থপূর্ণ হলো৷ আমাদের সামনে আছে আরো কোন দুঃসময়ের ভোর৷ সেই অনাগত প্রভাতে যেন আমরা নতুন কোন গান গেয়ে জেগে উঠতে পারি৷
........................................................
No comments:
Post a Comment