Sunday, April 24, 2016

আনন্দ বিষাদের চাবি

তুই কী জানিস বিষাদ রাত্রি আনন্দভূবনে ভরিয়ে দিতে তোর সমান আর একজনও নেই?

আবার এও কী জানিস আনন্দময় সকালটি পলকেই ঢেকে দিতে পারিস সারাদিনের গুমোট অন্ধকারে?

পৃথিবীতে আমার পরে এসেও তোর এত ক্ষমতা কেন? তোকে আমি ঈর্ষা করি!

আবার জন্ম নিলে আমি তোর চেয়ে অনেক বড় হবো দেখিস, বড় হয়ে আকাশ ছুঁয়ে দেবো-

তবু এই জন্মে তোকে ছাড়িয়ে আর কেউ যেন সামনে এসে না দাঁড়ায়৷

তোর হাতেই গচ্ছিত রাখি আমার আনন্দ বিষাদের সকল চাবি৷

No comments: