Wednesday, April 6, 2016

নিঃশেষে প্রাণ...........এক

তাঁর নামটি আমাদের খুব চেনা৷ কিন্তু ছবিটা চেনা ছিল না৷ তাঁর পাশে দাঁড়ানো দুজনের নামও অনেকের চেনা৷ তাঁর অতি প্রিয় স্বজন৷ স্ত্রী ও কন্যা৷ হ্যাঁ তিনিই একাত্তরের পঁচিশে মার্চ রাতে পরীক্ষার খাতা দেখছিলেন জগন্নাথ হলের ভেতর নিজের নিরাপদ কোয়ার্টারে৷ তিনি ওই হলের আবাসিক শিক্ষক এবং ইংরেজীর অধ্যাপক৷ বিলেতের লোভনীয় জীবন ছেড়ে দেশের কাজ করতে চেয়েছিলেন৷ পাকি আক্রমনের আশংকায় বহু অনুরোধেও পালাতে রাজী হননি যিনি৷

পাকি জানোয়ারের দল নির্বিবাদী এই শিক্ষককে বেডরুম থেকে ধরে নিয়ে সামনের বাগানে গুলি করে ফেলে যায় প্রিয়তমা স্ত্রী বাসন্তী ও কন্যা দোলার চোখের সামনে৷ তিনি জ্যোতির্ময় গুহ ঠাকুরতা৷

১৯৭১ এর দুটি পরিবারের ছবি আমার চোখে সবচেয়ে বেশী পোড়ায় ৷ এটি প্রথম ছবি৷

No comments: