Tuesday, April 5, 2016

সোনালী চায়ের বিকেল

আরো একটা দুপুর কেটে গেল ৷ আকাশটা সারাক্ষণ মুখ ভার করে রাখলেও বাতাস ছিল উচ্ছল মুখর ৷

বাতাসের ভাষা না বুঝলেও বৃষ্টির প্রতীক্ষা বুঝি৷ আমের মুকুলগুলো এই চৈত্রে জলের তৃষ্ণায় আকুল থাকে ৷ কাঁচা আমের বোলে বাংলাদেশের পথ মৌ মৌ ৷

আমরা নাগরিক বায়স ৷ সোনালী চায়ের কাপ হাতে নিয়েই এক একটা বিকেল পার করে দেই ৷

No comments: