বন্ধুর কাছে মুখ ফুটে সহানুভূতি প্রার্থনা করে প্রত্যাখ্যাত হবার দুর্ভাগ্যের তুললনায় ক্ষুধার্ত অবস্থায় প্রত্যাখ্যাত হওয়া ভিখিরির অপমান কমই বলা চলে।
তেমন দুর্ভাগ্য আমার এখনো হয়নি বলে আনন্দিত এবং গর্বিত৷ আমার প্রায় সব বিপর্যয়ে বন্ধুদের বাড়ানো হাত পেয়েছি৷ না চাইতেও অনেক সময় পাই৷ তাই অনেক অদৃশ্য সংকটে আত্মীয় পরিজনের আগে বন্ধুর কাছে হাত মেলে দেই নির্দ্বিধায়৷ সাহায্য চাইতে গিয়ে কোন বন্ধু মুখের উপর বলে দেয়নি সরি ভুল দরোজায় নক করেছো।
মানুষের জীবনে অদ্ভুত কিছু সমস্যার চাবি বন্ধুর হাতেই থাকে ৷ তাদের দেয়া হালকা মলমে অনেক দুষ্টক্ষত সেরে যেতে পারে৷ তবে যাদের কখনো এরকম বন্ধুতা পাওয়া হয়নি তারা এই নির্ভরতার বিষয়টি বুঝবে না কোনদিন৷ এমন বন্ধুতা অনেক ভাগ্যে পাওয়া হয়৷
একেকটা সময়ে একেক রকম বন্ধুতার প্রয়োজন হয় মানুষের। একই মানুষকে নিয়েও আমরা একেক রকমের চাহিদা মেটাই ভিন্ন ভিন্ন সময়ে। একটা সময়ে যে হাতপাখার বাতাস খেয়েছি তৃপ্তির সাথে, পুরোনো হয়ে যাবার পর সেটা দিয়েই মাকড়সার ঝুলকালি ঝাড়ি। দুটোই কাজের জিনিস। পার্থক্য হলো যখন হাতপাখা থাকে আমরা যত্নের সাথে বিছানার পাশে রাখি। আর ঝুলের কাজের সময় পরিত্যক্ত করে বারান্দার কোনায় ফেলে রাখি।
তো ......হে অনিশ্চিত নিয়তি, আমি বন্ধু বিষয়ক যে আনন্দ আর গর্ব নিয়ে তৃপ্তির লেখা লিখছি আমার সে আনন্দ সে গর্ব নিঃশেষে চূর্ণ করে দিও না কোন আকালের দিনে৷
No comments:
Post a Comment