Friday, April 8, 2016

হে কূপমণ্ডুক জীবানু মানুষ, এই ছবিটা তোমার আক্কেলের জানালা খুলুক

আমি অনেকক্ষণ ধরে ছবিটার দিকে তাকিয়ে আছি। তাকাতে তাকাতে বহুবিধ ভাবনারা এসে খেলা করে গেছে। অতসব ভাবনার কথা লেখা সম্ভব না। কিন্তু বিস্ময় ভাবনাগুলো আবারো মনে করিয়ে দিল আমাদের ক্ষুদ্রতার কথা, দীনতার কথা, হীনতার কথা, আমাদের তুচ্ছ বিষয় নিয়ে বিশাল কাণ্ড করে ফেলার কথা। পৃথিবীর মানুষগুলোর কথা মনে পড়লো, এই মানুষগুলো সভ্য প্রাণী হিসেবে গর্বিত। কিন্তু এই সভ্যতার বিশাল একটা অংশ আমাদের লজ্জার, আমাদের গ্লানির। আমি সেই গ্লানিগুলো নিয়েও লিখতে চাই না। আমি কেবল আমার দৃষ্টির ভাগ্যকে ধন্যবাদ দিতে চাই যে প্রযুক্তি এগিয়েছে বলে আমরা এরকম বহু বিস্ময়কর দৃশ্য দেখতে পাচ্ছি নগন্য মানুষ হয়েও। আকাশের দিকে খালি চোখের সীমানায় যা কখনো দেখতে পেতাম না। বিজ্ঞান আমার কাছে বিশাল জানালা, সেই জানালায় আমরা মহাবৃত্তাকার এক জগতের আলোর স্পর্শে উদ্বেলিত হয়।

ছবিটি প্রকাশ করেছে NASA

এটি একটা নক্ষত্র পরিবেষ্টিত ব্ল্যাকহোলের ছবি। মাত্র(!) ১৭ বিলিয়ন নক্ষত্র আছে এই নীহারিকায়। যে ছবির ক্ষুদে ক্ষুদে আলোকবিন্দুগুলো একেকটি নক্ষত্র। যে নক্ষত্রের তুলনায় আমরা নিতান্তই অতি ক্ষুদে জীবানু। হায় মানুষ! এই জীবানু মানুষেরা হাস্যকরভাবে নিজেদের কতো শক্তিমান মনে করে, পৃথিবীময় অযথা যুদ্ধ বোমাবাজি খুনোখুনি করে!!

হে কুপমণ্ডুক জীবানু মানুষ, তোমরা ওই নক্ষত্রপুঞ্জের দিকে তাকিয়ে নিজেদের মূর্খ অবস্থানের জন্য লজ্জিত হও।

(সুত্র: www.nasa.gov)

No comments: