Saturday, April 16, 2016

ম্যাক নামের এক ভন্ড

টিভিতে এক ভন্ড সেলেব্রিটি গায়কের বৈশাখী চেতনার টক শোর শুরুটা দেখে বমি পেয়ে গেলে রিমোটে চাপ দিয়ে অফ করে দিলাম৷ ভুতের মুখে রাম নাম!

দুহাজার এক সালে একুশে টিভিকে যখন গলা টিপে হত্যা করা হয়েছিল সেদিন এই লোক জামাত শিবিরের চেতনায় গিয়াস কামাল চৌধুরী ও শফিক রেহমানের সমর্থনে জেহাদে নেমে গিয়েছিল অনলাইন ফোরামে৷ তিনি তখন নব্য বুদ্ধিজীবি ম্যাক নামে পরিচিত৷

আলোচনা ইয়াহু ফোরামে অন্যন্যদের সাথে তার সেই বিতর্কে আমি মডুগিরি করেছিলাম এবং আমার সাথেও প্রচুর বিতর্ক হয়েছিল৷ তাঁর স্বাধীনতা বিরোধী অবস্থান জেনে গানের সাথে আমার সেদিনই কাটাকাটি৷

সেই মাকসুদ কখন যে ভোল পাল্টে আবার বাংলাদেশী পতাকা গায়ে তুলে নিল!

আজকের অনেকের জানা নেই অন্য চেহারার সেই মাকসুদ সম্পর্কে৷ আমি জানি বলে আমারই বমি পায় চুড়ান্ত রকমের ভন্ডামি দেখে৷ এজাজ ভাই আপনাকে মনে পড়লো৷ জানিনা আপনি এখন কোথায়?  সেদিন আপনিই সবচেয়ে বেশী গালি খেয়েছিলেন জামাতী বুদ্ধিজীবি ম্যাকের কাছ থেকে স্বাধীনতার চেতনার কথা বলার কারণে৷

No comments: