Sunday, December 1, 2013

১ ডিসেম্বর ২০১৩ হাবিজাবি

১. প্রতিদিন নতুন নতুন মর্মান্তিকতায় আমাদের হৃদপিণ্ড যেভাবে আলোড়িত হচ্ছে, তাতে কিছুদিন পর মানুষ হিসেবে আমাদের প্রকৃতিই বিগড়ে যেতে পারে।

২. সম্ভাবনারও এমন দুঃসাহস নেই আগামীকাল আমাকে একটা নিরাপদ দিনের প্রতিশ্রুতি দিতে পারে।

৩. প্রকৃতির ধারণাটি এই গ্রহে যেমন, অন্য নীহারিকাতেও তেমন? এখানে প্রকৃতি সবুজ হারিয়ে হলুদ হয় হেমন্তের শেষে। ওইখানে ওই সুদূর নক্ষত্রের চারপাশে ঘুর্ণায়মান কোন গ্রহেও কি তাই ঘটে? নাকি ওখানে হলুদ প্রকৃতি মরে গিয়ে সবুজ হয়। প্রতিটি নক্ষত্র নীহারিকার আশ্চর্য সব বিচিত্র নিয়ম আছে যা আমাদের জ্ঞানের বাইরে।



No comments: