Friday, December 27, 2013

২৭ ডিসেম্বর ২০১৩: PS I know

১.
হিমালয় থেকে শৈত্য প্রবাহ গ্রাস করেছে সমগ্র বাংলাদেশ। কাল রাতে এসে পৌঁছেছে চট্টগ্রামেও। সকাল দশটায়ও সূর্যের দেখা নেই। কুয়াশার ঝাপসা আলোয় পথের উপর নজর চলে না। দূরের পাহাড়গুলো অদৃশ্য। এমনকি নিকটস্থ জলাশয়টিও মুছে যায় যায়। আমি আজ কোথাও যাবো না। কাঁথা মুড়ি দিয়ে শুয়ে শুয়ে বই পড়বো ছুটির দিনের আমেজ গায়ে মেখে।

২.
একটি সোনালী ফিতে দিয়ে খুব যত্নে স্মৃতির টুকরোটা গিঁট দিয়ে রেখেছিলাম। ভয় ছিল যদি কখনো গিঁট খুলে যায়, স্মৃতির টুকরোটা হারিয়ে যায়, তাহলে আমি আর তোমাকে খুঁজে পাবো না। আজ আমি বাক্সটা খুলে বিস্মিত হয়ে দেখলাম সেখানে শুধু গিঁট দেয়া ফিতেটাই আছে, বাকী সবকিছু হাওয়ায় মিলিয়ে গেছে অপ্রত্যাশিত এক দুপুর শীতের তীব্র কুয়াশায়। আমি কি দায়মুক্ত হলাম?

৩.
বিজয় মেলায় অনেক ভিড়। এই প্রথম সেই ভিড় থেকে দূরে আমি। আস্তে আস্তে এইসব ভিড় বিকর্ষণ করতে শুরু করছে আবারো। বছর শেষ হবার আগেই অন্য কোথাও উড়ে যাবার ইচ্ছেটা দমকা হাওয়ার মতো আঘাত করতে শুরু করেছে। অর্থ নয় বিত্ত নয় স্বচ্ছলতা নয়, আরো এক বিপন্ন বিস্ময় জীবনানন্দের মতো আমাকেও দিশেহারা করছে। জীবনের এই পর্বে নতুন কোন সূচনার সম্ভাবনা আছে কি?


No comments: