Monday, November 14, 2011

পুরোনো ঠিকানায়.........




ওরা তখন গন্তব্য থেকে অনেকটা দূরে। দুজনের দুটো রাস্তা আলাদা হয়ে গিয়েছিল আরো একযুগ আগে। ওরা বরাবরই কাছের মানুষ ছিল। কেউ জানতো না একটা অদৃশ্য বন্ধন আছে তাদের মধ্যে। দুজনেই চেপে রাখা মানুষ। ছেলেটিও মেয়েটিও। ছেলেটি প্রথম যৌবনে একদিন মুগ্ধতা আবিষ্কার করে বালিকার চোখে। ভীত বালিকাও জানে বালকের মুগ্ধতার কথা। বালকের একটা চিরকুট হস্তগত হলে কেঁপে ওঠে বালিকা। এই প্রশ্নের উত্তর জানা নেই তার। সে যা জানে তা কাউকে বলা যায় না। ভীষণ লজ্জার কথা। ধরা পড়তে চায় না বালিকা। প্রশ্ন এড়িয়ে উত্তর যায় বালকের কাছে। অভিমানে বালক ফুঁসে ওঠে নীরবে। বালিকা তা জানে না। তবু বন্ধুতা বহাল থাকে। একদিন সেই বন্ধুতার উপর আঘাত হানে ভিন্ন একটা ঝড়। দুজনের পথ সেদিন থেকে আলাদা। উদাসীন বালক আর খোঁজ নেয় না বালিকার মনের। বালিকাও ভুলে থাকে বালকের গোপন মুগ্ধতা। নতুন জীবনে জড়ায় বালিকা। খবর পেয়েও বালকের কোন প্রতিক্রিয়া নেই। বালিকা তার নিজের পথ বেছে নিয়েছে মঙ্গলের জন্য। বালকও তার নিজের পথ বেছে নেয়। স্মৃতিময় খচখচানি ছাড়া সবকিছু একসময় নিঃশেষ হয়ে যায়।

তারপর........তারপর কেটে গেছে অনেক বছর।

বহু ঘুরপথ পেরিয়ে একদিন ওদের দেখা হয়ে গেলো ভিন্ন পথের এক তেমাথায়.......তারপর....জেগে উঠলো স্মৃতির খচখচ। কতো কথা জমে আছে এক যুগের। এত বয়সে এসেও কিছু স্মৃতি যেন এইমাত্র দেখা দৃ্শ্য হয়ে ধরা পড়ে। ওরা স্মৃতির অতলে ডুব দেয় প্রতিদিন, তুলে আনে মনি মুক্তো হীরে জহরত......আর বিপুল বিপুল বেদনার ইতিহাস....

এবং সুখ বা দুঃখের পাঁচালী*

স্মৃতির ঘোলাজলে তোমার ছায়া পড়ে,
হৃদয় উতরোল জলের রলরোলে!
আমি কি সুখ খুঁজি - সুখের রাজধানী
কোথায় কোনখানে সে কথা আমি জানি?

সুখ তো প্রজাপতি: অধীর ঘোরে-ফেরে-
স্থিরতা নেই তার, অযথা ঘোরাঘুরি
আমাকে যেতে হবে (তোমাকে হয়তো বা)
দুঃখ নামের নদী সাঁতরে ওই পারে-
তীক্ষ্ণ কাঁটাবন দু'পায়ে হেঁটে হেঁটে।

দুঃখ এই বুকে বেঁধেছে বাসা তার,
জীবন কেটে যাবে দুঃখ বুকে পুষে-
সুখের দাসদাসী এ যুগে অগণন,
সুখের কৃপা পেয়ে তুমিও থাকো সুখে
তোমার সুখটুকু আঁচলে বেঁধে রাখো।

দিবস-রাত ভ'রে সুখের আশ্রয়ে
দীর্ঘজীবি হও। - দুঃখ এই বুকে
কায়েমী হয়ে থাক! - দুঃখ এই বুকে
কায়েমী হয়ে থাক - আমার দুঃখটি;
পাথর দুর্বহ- একাকী বয়ে যাই!

কিশোরকালে তুমি স্বপ্ন দেখেছিলে
যেমন যুবরাজ এবং গুণীজন
তেমন পেয়েছো তো? - এবার হও সুখী।
দুঃখে যাক চ'লে আমার দিন রাত-
আমার ভালোবাসা আমারি বুকে থাক।



*রফিক আজাদ

No comments: