Wednesday, November 23, 2011

সময় আর দুঃসময়

সময়কে নিয়ে আমাদের বিশাল বিভ্রান্তি। আমরা সময়কে বুঝি না। দুঃসময়ে প্রায়ই ভাবি সময় আমাদের সাথে প্রতারণা করেছে, বঞ্চিত করেছে। কিন্তু সময় তো নদীর মতো। উথালপাথাল ঢেউয়ের দোলায় অস্থির করেও নানান আঁক বাঁক পেরিয়ে যখন আমাদের সামনে সেই সবুজ শ্যামল প্রান্তরে হাজির করে, তখন আমাদের সকল উদ্বেগ হারিয়ে যায়। সময়কে ক্ষমা করে দেই অক্লেশে। আমরা তখন বুঝি পাগলা ঢেউ পার হতে গিয়ে যে নদীর চোদ্দগুষ্টি উদ্ধার করেছি সেটা কতো ভুল। নদী আমাদের সঠিক গন্তব্যেই নিয়ে এসেছে। সময়কে ধন্যবাদ দিতে গিয়ে দুঃসময়কেও দেই। কারণ দুঃসময় না থাকলে তো সুসময়ের মর্যাদা বোঝা যায় না। আপেক্ষিকতাই জীবনের অন্যতম সত্য।

No comments: