-রাজনীতি নিয়ে কিছু লেখালেখি আবারো শুরু করার ইচ্ছে জাগছে। কিন্তু সময় আর মুডের মধ্যে ঐক্যমত হচ্ছে না।
-উপেক্ষা প্রতিরক্ষার অন্যতম উপায়। রাজনীতিকে উপেক্ষা করে নিজেকে রক্ষা করছি মানসিক চাপ থেকে। কিন্তু পরিস্থিতিকে উপেক্ষা করে কতোদিন টিকে থাকা যায়? নগরে আগুন লাগলে দেবালয়ও অক্ষত থাকে না। ইতিমধ্যে মাসের বাজার খরচে টান পড়তে শুরু করেছে ঠিকই। দ্রব্যমূল্য রাজনীতি টেনে আনে।
-দেশের রাজনীতি অসুস্থ বহুবছর ধরে। সুস্থতার একটু লক্ষণ দেখা দেয় যখন রাজনীতিবিদদের উপর আজাব নেমে আসে কিছুকালের জন্য। ২০০৭ এ একবার সেরকম আজাব এসেছিল। মাঝে মাঝে সেরকম আজাবের দরকার রাজনীতিকে সুস্থ রাখার জন্য।
-শেষবার নির্বাচনে ভোট দেই ১৯৯৬ সালে। তারপর বুঝে গিয়েছি দেশের উন্নতিতে ভোটের কোন ভূমিকা নেই। আর কখনো ভোটকেন্দ্রে যাইনি। আয়ুষ্কালের মধ্যে যদি কখনো সুস্থতা ফিরে আসে, তবে আবারো যাবো ভোট দিতে।
-আমার পরিচিত একজন সরকারী দলের এমপি হয়েছেন কয়েক কোটি টাকা খরচ করে। তিনি এমপি হবার আগে থেকেই শতকোটি টাকার মালিক। আমি খুশী হয়েছিলাম এই ভেবে যে লোকটা খাটি দেশ সেবা করার জন্যই রাজনীতিতে নেমেছে। এতটাকা যার তাঁর দুর্নীতি করা লাগে না। কিছুদিন আগে শুনলাম তিনি দুর্নীতিতে নেই, কিন্তু সরকারী সুবিধা বাগিয়ে হাজার কোটি টাকার মালিক হয়েছেন।
-যুদ্ধাপরাধীদের জন্য কঠোর অমানবিক শাস্তি কামনা করি। কিন্তু তাদের জন্য মানবিক বিচার প্রক্রিয়া দেখে হতাশ।
-নগরে রেষ্টুরেন্টের চেয়েও ডায়গনষ্টিক সেন্টারের সংখ্যা বেশী। তবু প্রতি সন্ধ্যায় তিল ধারনের জায়গা থাকে না সেখানে। দেশে এত অসুস্থ মানুষ কেন?
-যিনি যত স্বচ্ছল, তাঁর অসুস্থতাও তত জটিল। আয়ের সাথে চিকিৎসা ব্যয়ের কি একটা অনুকুল সম্পর্ক রয়েছে?
-গ্যাস্ট্রিক সমস্যায় বাইরের খাওয়া পরিহার করুন - ডাক্তারের প্রচলিত পরামর্শ। পুরুষটা বাইরে খেয়েও সুস্থ আর অন্তঃপুরের বাসিন্দারা ঘরের খেয়েও গ্যাস্ট্রিকে আক্রান্ত। সমস্যাটা কোথায়?
-স্বচ্ছল আর অস্বচ্ছলের মধ্যে ব্যবধানের আপেক্ষিক গুরুত্বের উপর দেশে অপরাধের সংখ্যা ওঠানামা করে।
-বাংলাদেশে চরম দরিদ্র মানুষের সংখ্যা অসংখ্য। কিন্তু একই সাথে কিছু লোক দৃষ্টিকটু মাত্রায় ধনবান। রাস্তায় নতুন গাড়ির চাকচিক্যে মাঝে মাঝে লজ্জা হয়।
-মানুষ মুখোশধারী প্রাণী। সময়ের সাথে সাথে মানুষের মুখোশ বদলাতে থাকে।
-একটা দেশ যদি একটা রাস্তা হয়, সেই রাস্তার দৈর্ঘ্য যদি ১০০০ মিটার হয়, আর তার প্রতি দশ মিটারে কমপক্ষে একটা করে অনিয়ম পাওয়া যায়, সেই বিশৃংখল ধুলো ধোঁয়া ময়লা আবর্জনাময় পথকে সহ্য করে নেয়ার নামই দেশপ্রেম? বলতে হবে, এমন পথ কি কোথাও খুঁজে পাবে নাকো তুমি?
-জীবনের বিরাট একটা অংশ অজান্তেই আমরা দুমুখো সাপদের সাথে লেনদেন করে কাটাই।
-অধিকাংশ রাজনীতিবিদ কি মানসিক প্রতিবন্ধী? নাকি বাথরুমে বসে একা একা হাসে নিজের অভিনয় পারদর্শীতা নিয়ে।
-স্ববিরোধীতা অন্যতম মানবধর্ম
No comments:
Post a Comment