ঝাঁ করে অন্ধকার হয়ে গেল চারপাশ। চেনা লোডশেডিং। দুটি কন্ঠ জেগে উঠলো সেই অন্ধকারে।
-একদিন আপন শক্তিতে জ্বলে উঠেছিল সত্য।
-সত্য কি?
-যা কিছু মিথ্যার বিপরীত।
-মিথ্যা কি?
-অন্ধকার।
-অন্ধকার কি?
-যখন আলো থাকে না তখন অন্ধকার।
-কখন আলো থাকে না?
-যখন লোড শেডিং হয়।
-কখন লোড শেডিং হয়।
-যখন মিথ্যারা রাজত্ব করে।
-কখন মিথ্যারা রাজত্ব করে?
-যখন অন্ধকার থাকে।
-কখন অন্ধকার থাকে?
-যখন আলো না থাকে।
-কখন আলো থাকে না?
-এক প্রশ্ন বারবার শুনতে ভাল্লাগে না!
-তাহলে এই অন্ধকার ফিরিয়ে নাও না!!
No comments:
Post a Comment