আমি তোমাকেই বলে দেব
কী যে একা দীর্ঘ রাত
আমি হেটে গেছি বিরান পথে
আমি তোমাকেই বলে দেব
সেই ভুলে ভরা গল্প
কড়া নেড়ে গেছি ভুল দরোজায়-
ছুয়ে কান্নার রঙ
ছুয়ে জোছনার ছায়া
আমি কাউকে বলিনি সে নাম
কেউ জানেনা, না জানে আড়াল
জানে কান্নার রঙ
জানে জোছনার ছায়া
তবে এই হোক, তীরে জাগুক প্লাবন
দিন হোক লাবন্য, হ্রদয়ে শ্রাবন
তুমি কান্নার রঙ
তুমি জোছনার ছায়া।
ব্যান্ডসঙ্গীতে এই গানটার মতো চমৎকার লিরিকস আর একটাও না। সঞ্জীব চৌধুরীর নাম আসলেই এই গানটা চলে আসে।
এই গানটা বোধহয় প্রত্যেক মানুষের কোথাও না কোথাও ছুঁয়ে গেছে। কারণ প্রত্যেকের জীবনেই ভুলে ভরা গল্প আছে। না হওয়া গল্প আছে। অসমাপ্ত উপন্যাস আছে। এই গানটা যেদিন প্রথম শুনেছিলাম, সেদিন ভুলে ভরা গল্পের জন্য যে আক্ষেপটা ছিল, সেটি বেমালুম উবে গেছে। ভুলে ভরা গল্পটিও পরিপূর্ণতা পেল।
No comments:
Post a Comment