Sunday, April 18, 2010

জগতের সেরা জীব মানুষ, একটা অতীব ভ্রান্ত ধারমা!!

বলা হয় মানুষ নাকি জগতের সেরা জীব। আমি অনেক ভাবিয়া চিন্তিয়াও একমত হইতে পারলাম না। মানুষের মতো অবলা অথর্ব প্রানী একটাও নাই। পোষাক আশাক, যন্ত্রপাতি বাদ দিয়ে একটা আদিম মানুষকে কল্পনা করুন তো! শারীরিকভাবে মানুষের মতো অক্ষম প্রানী দ্বিতীয়টি নেই। ক্ষুদে পিঁপড়ে থেকে শুরু করে আতিকায় হাতি পর্যন্ত সবগুলো প্রাণী মানুষের চেয়ে সবল সক্ষম স্বাবলম্বী। আদিম মানুষ যাও কিছুটা স্বাবলম্বী ছিল, সভ্যতর মানুষ হয়ে গেছে যন্ত্রনির্ভর অথর্ব। যন্ত্রপাতি বাদ দিলে খালি হাতে খালি গায়ে মানুষের মতো অসহায় প্রানী আর আছে নাকি? শীতকালে মানুষ বাদে আর কারো গরম কাপড় কিনতে হয়?

অন্যদিকে যাই। ধরা যাক আপনার আদরের পোষা বেড়ালনীটা গর্ভবতী হলো। তাকে কে সেবাযত্ন করবে? বিড়ালের মা, বাবা, ভাই, বোন, স্বামী, নাকি যারা বিড়ালটি পুষছেন তারা?

কেউ না। এক্কেবারে কেউ কোন খবর নেয় না তার।

কেউ বলে না তুমি সাবধানে থাকবা, ভারী কাজ করবা না, আয়রন ট্যাবলেট খাবা, ক্যালসিয়াম খাবা, ব্লাডপ্রেসার নিয়ন্ত্রনে রাখবা, রুটিন চেক আপ করাবা, আলট্রাসনোগ্রাফী করাবা, ভিটামিন খাবা, শাকসব্জী বেশী করে খাবা, টিকা দিবা এবং ব্যাথা উঠলে নিকটস্থ হাসপাতালে কিংবা সবুজ ছাতা দেখে ঢুকে পড়বা।

তাকে কেউ বলে না এসব। এমনকি তাদের কোন দাইমা সিষ্টেমও নাই। আপনাআপনিই বাচ্চা হয়ে যায়। বাচ্চা হবার পর সেদিন কিংবা দুদিন বাদেই বাচ্চাটা নিজে নিজে গুটি গুটি পায়ে চলাফেরা করে। মায়ের দুধ খায়, ঘুমায় মায়ের কোলে। ব্যাস।

কেউ তার ন্যাপি পরিষ্কার করে দেয় না, কেউ তাকে রোগপ্রতিষেধক টীকা দেয় না, কেউ কখনো তার জন্য আলগা খাবারের ব্যবস্থা করে না, এমনকি তাকে কোলে নিয়ে রাতভর মা বাবাকে গুনগুন করে ঘুম পাড়ানি গান গাইতে হয় না। বাচ্চাকে রেখে মা দিব্যি ঘুরে বেড়ায়। বাচ্চাকে পদে পদে চোখে চোখে রাখে না। কখন ব্যাথা পায়, কখন সর্দি লাগে, কখন ঘাম দেয়, কখন পেশাব করে এসব নিয়ে বিব্রত থাকতে হয় না। এমনকি হাগুপিসু করে প্রতিদিন এক গাদা কাঁথাবালিশ নষ্ট করে না বিড়ালছানা।

শুধু বেড়ালছানা নয়। তাবৎ প্রানীকুলের বাচ্চারা ডাক্তার, হাসপাতাল, টীকা, ভিটামিন, ক্যালরিফুড, ন্যাপি, প্যাম্পার্স ছাড়া দিব্যি সুন্দর জীবন পার করে দিচ্ছে। মানুষের মতো বিশৃংখল জীবন নয় তাদের কারো। মানুষের বাচ্চাদের দুপায়ে সোজা হয়ে দাঁড়াতেও দীর্ঘ এক বছর অপেক্ষা করতে হয়। অথচ বিড়াল ছানা কিংবা গরু ছাগলের বাচ্চা জন্মমাত্রেই দাঁড়িয়ে যায়। পরদিন থেকে হাঁটতে থাকে।

এত সব অযোগ্যতা নিয়ে মানুষ হলো সৃষ্টির শ্রেষ্ঠ জীব আর দুনিয়ার তাবৎ প্রানী সেকেন্ড ক্লাস সিটিজেন? কত বড় প্রহসন এটা, ভাবা যায়?

মানুষ সৃষ্টির সেরা জীব - এটি নিতান্তই একটি ভ্রান্ত ধারমা!

No comments: