Sunday, April 18, 2010

যে লোকটা পাহাড়কে ভালোবাসতো

কালকেও লোকটাকে লিখতে দেখেছি। রাতভোর না পোহাতেই শুনি লোকটা গভীর খাদে পড়ে মারা গেছে। লোকটাকে চিনতাম, খানিকটা জানতাম, শোকাহত আমি সেই ভোর থেকে। খাদের কিনারায় কেন গিয়েছিল লোকটা জানা যায়নি।

লোকটা পাহাড় ভালোবাসতো, ঝর্নার গড়িয়ে চলা ভালোবাসতো, আকাশে মেঘেদের সাথে মিতালী পাতাতে ভালোবাসতো।

লোকটা হিমালয় চড়তে চাইতো, হিমালয় ছুঁতে না পেরে লোকটা নিকট পাহাড়ে ছুটতো। পাহাড়ে যেতে যেতে লোকটা পাহাড়ী বুনো হয়ে গিয়েছিল।
হয়তো সে পাহাড়ে উঠতে গিয়ে খাদের কিনারায় দাঁড়িয়েছিল। লোকটা পাহাড় ভালোবাসতো বলে পাহাড়ের কাছে পড়ে থাকতো। কেউ জানে না পাহাড়টা ভালোবেসেই লোকটাকে খাদের কোলে রেখে দিল কিনা।

লোকটার হিমালয় দেখা হলো না, মেঘ ছোঁয়া হলো না, ঝরনা জলে স্নান করা হলো না, লোকটা তার কোন স্বপ্নকে ছুঁতে পারলো না।

No comments: