১.
একজন অচেনা মাহবুব শাহীন খিলগাঁও রেলক্রসিং এ নিজের শরীরকে চলন্ত ট্রেনের নীচে পাঠিয়ে দেবার আগমুহূর্তে ফেসবুক মারফত পৃথিবীকে যে বার্তাটা জানিয়ে গিয়েছে তার অন্তর্নিহিত সত্য কতটা বেদনাদায়ক তা উপলব্ধি করার ক্ষমতা আমার নেই। কিন্তু একজন অচেনা মাহবুব শাহীনের এরকম একটা প্রস্থান আমার সমস্ত অস্তিত্বকে নাড়া দিয়েছে। পৃথিবীর কেউ তাকে useless ভেবেছিল বলেই হয়তো সে নিজেকেই উপহাস করে বলেছে Leaving useless myself forever. আড়াই লক্ষ কোটি টাকার জাতীয় বাজেটও তোমার কাছে অর্থহীন এখন!!
একজন অচেনা মাহবুব শাহীন খিলগাঁও রেলক্রসিং এ নিজের শরীরকে চলন্ত ট্রেনের নীচে পাঠিয়ে দেবার আগমুহূর্তে ফেসবুক মারফত পৃথিবীকে যে বার্তাটা জানিয়ে গিয়েছে তার অন্তর্নিহিত সত্য কতটা বেদনাদায়ক তা উপলব্ধি করার ক্ষমতা আমার নেই। কিন্তু একজন অচেনা মাহবুব শাহীনের এরকম একটা প্রস্থান আমার সমস্ত অস্তিত্বকে নাড়া দিয়েছে। পৃথিবীর কেউ তাকে useless ভেবেছিল বলেই হয়তো সে নিজেকেই উপহাস করে বলেছে Leaving useless myself forever. আড়াই লক্ষ কোটি টাকার জাতীয় বাজেটও তোমার কাছে অর্থহীন এখন!!
এই ঘটনায় নিজস্ব ব্যক্তিগত দুঃখবেদনাজনিত হতাশ্বাসের জন্য খুব খুব লজ্জিত হলাম আজ।
৩.
কালকে আবারো নুতন কোন সমস্যায় ভারাক্রান্ত হয়েও ভাবতে থাকবো আমার চেয়ে ঢের বেশী সমস্যাক্রান্ত মানুষ আছে। আমাকে দুঃসময়ে হাত ধরার মানুষও আছে এখনো
৩.
কালকে আবারো নুতন কোন সমস্যায় ভারাক্রান্ত হয়েও ভাবতে থাকবো আমার চেয়ে ঢের বেশী সমস্যাক্রান্ত মানুষ আছে। আমাকে দুঃসময়ে হাত ধরার মানুষও আছে এখনো
৪.
পরশু হয়তো এই সব পরদুঃখ ভুলে আবারো আপনারে লয়েই বিব্রত রহিতে শুরু করিবো। জগতে এই মানবিক স্বার্থপরতা হাজার বছরের ইতিহাস।
No comments:
Post a Comment