বৃষ্টির সাথে স্মৃতিচারণের একটা অচ্ছেদ্য সম্পর্ক আছে। অনেক পুরোনো একটা টিভি বিজ্ঞাপন দেখে লাক্স স্মৃতি মাথাচাড়া দিল। বাংলাদেশের সবচেয়ে বেশী ব্যবহৃত সাবান। তখন লাক্স সাবান বলতে একটু বিলাসী সাবান বোঝাতো। যাদের টাকা পয়সা একটু বেশী তারাই লাক্স সাবান দিয়ে গোসল করতো। যাদের পয়সা কম আরা লাইফবয়। লিভার ব্রাদার্স এভাবেই দেশের ধনী দরিদ্র দুই ভাগের পকেটে হাত ঢুকিয়ে দিয়েছিল। আমাদের যখন টাকাপয়সা কম ছিল তখন আমরা একটা লাইফবয় কিনে দুই ভাগে কেটে ব্যবহার করতাম। লাক্স সাবান কেনার কথা ভাবতাম না তখন। আবার যখন বাবার পকেটে টাকা আসে তখন শুধু লাক্স না, ডাভ, কেমি এসব সাবানও চলেছে। যাই হোক, আজকের বিষয় আর্থিক অবস্থার বিবর্তন নয়। আজকের বিষয় শুধুই লাক্স বিজ্ঞাপন।
[দুপুরে এক ঝলক রোদের আমেজ আসলেও এখন আকাশ সমস্তটাই কালো, এই দুপুরেই সন্ধ্যা নামিয়ে দিয়েছে। মুষলধারে শুরু হয়েছে দ্বিতীয় দফার বর্ষণ।]
আমার স্মৃতিতে লাক্সের সবচেয়ে পুরোনো বিজ্ঞাপন নূতনের। এর আগেও কি আরেকটা বিজ্ঞাপন হয়েছিল অলিভিয়ার? মনে নেই, মনে পড়ছে না। যে বিজ্ঞাপনটি ইউটিউবে দেখছি সেটি রঙিন। আমার দেখা টিভি স্মৃতি সাদাকালো। তাহলে কি এটা সিনেমা হলের জন্য বানানো চিত্র? হতে পারে। এই বিজ্ঞাপন যখন দেখানো হতো তখনো টেলিভিশন একটি দুর্লভ বস্তু। দীর্ঘদিন এই বিজ্ঞাপন চলার পর লাক্স তারকা বদল করলো। আসলো সুবর্না। একই স্লোগান নিয়ে। বিশ্বজুড়ে চিত্রতারকাদের সৌন্দর্য সাবান। প্রথমটি যখন দেখায় তখন আমি স্কুলে। সুবর্নার বিজ্ঞাপনের সময় আমি কলেজে। তারপর একসময় কলেজ টপকে বিশ্ববিদ্যালয়ে উঠে যাই। লাক্স বিজ্ঞাপনে আবারো বদল আসে। এবারের তারকা বিপাশা হায়াত। বিপাশা হায়াতের যুগ শেষ হবার আগেই আমার জগত পাল্টে যায়, আমি টিভি থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ি। এখনো নিশ্চয়ই এই সৌন্দর্য সাবানের বিজ্ঞাপন তৈরী হয়। এখনকার তারকা কে? জানি না।
বৃষ্টির প্রথম ধাক্কাটা শেষ হয়ে এখন স্থির ঝরছে। আকাশের রং কালো নেই। ধপধপে সাদা হয়ে আছে কোটি কোটি জলকণার আলোয়।
No comments:
Post a Comment