Sunday, June 8, 2014

গানের পরে গান

এলোমেলো সময়ে গান কি কোন কাজ দেয়? তিন তিরিক্ষে নয় রকমের ঝামেলায় গান শোনার মুডও উবে গিয়েছিল। ভোরবেলা কর্মস্থলে আসার পথে ব্যাগের ভেতর থেকে না পড়া একটা বই বের করে কানে হেডফোন লাগিয়ে গান শুনতে শুনতে পনেরো মিনিটের যাত্রা পয়তাল্লিশ মিনিটে শেষ করে কর্মস্থলে পৌঁছে যাই। গান শুনে শুনে কী বই পড়া যায়? যায়, আবার যায় না। আমি ছাত্রজীবনে গান শুনে শুনে অংক করতাম। ভার্সিটির পড়ালেখার সময় ওভাবেই গেছে। আর কিছু না হোক গোল্লা গোল্লা নাম্বার যোগাড় হয়েছে। থার্ড ইয়ারে এসে তবু রক্ষা।

কিছু গান আছে যা শুনতে শুনতে পড়াশোনা করা যায়। বহুবার শোনা গানগুলো। আবার একদম নতুন গান হলে পড়ায় মন বসে না। আবার গান শুনেও যুত লাগে না। তাই বই পড়ার সময় পুরোনো গান শুনি, আর নতুন গান শোনার সময় বই পড়ি না। এভাবেই গান শোনা আর বই পড়া একটা আপোষ করে নিয়েছে। কেউ কারো ক্ষতি না করেই সহাবস্থানে থাকতে পারছে।

বেশ কিছুদিন সুমনের গান শুনছিলাম। এই পর্বে আবারো নতুন কটা গান পেলাম। শুনে দেখার জন্য সংগ্রহ করলাম।


থেমে যেতে যেতে


সাড়া দাও



বিগড়ে যাওয়া সময়গুলো যখন অমসৃন পথ ঠেলে এগিয়ে যেতে অস্বীকৃতি জানায় তখন কেউ আকাশ পথে হাতটি ধরে মাটি থেকে একটু করে ভাসিয়ে দিলে, ভেসে যেতাম আমি।

No comments: