বৈকালিক আলস্য পেরিয়ে ছিমছাম বেদনাকে সঙ্গী করে তুমি ছুটে আসছো আমার কাছে, আমাকে স্পর্শ করছো প্রতি অঙ্গে। দখিনা বাতাস... তুমি আমার হাড় মজ্জায় নগদ যন্ত্রণা দিয়ে বলে যাচ্ছো, আমি এসেছি, আমি এসেছিলাম এই অঙ্গসংস্থায়। তুমি যখন জাতিসংঘের দূত হয়ে শান্তির বাণী ছড়াও আর আমার পাঁজরের প্রতি কর্নারে কয়েকশো ভাইরাস বৃক্ষ প্রোথিত করে যাও তখন তবে তোমারই ইচ্ছেপূরনে তৈরী হয়ে যায় অযাচিত শরীর। অতঃপর আমি তোমাতেই সমর্পন করিলাম চিরনিদ্রার বাসনায়। আয় ঘুম চেপে, ধান দেবো মেপে, ক্লান্তি দেবো হাতে। আয় ঘুম চেপে.....আমার চোখ বন্ধ হয়ে আসছে, ভীষণ নিদ্রাতৃষ্ণায় কাতর মগজের প্রতিটা কোষ। অন্ধকার গ্রাস করেছে চোখের পাতা....করোটিতে একশো হাতুড়ি বাজতে বাজতে.....বাজতে বাজতে...অবশেষে ঘুম এসে পৌঁছে গেল ঠিক ঠিকানায়।
No comments:
Post a Comment