Friday, May 23, 2014

ফেলে আসা সুর

বহুকাল আগে শোনা সুরটায় কথা ফুটলো মাত্র সেদিন। লিরিকস বিহীন সুরটা এত যুগেও ভুলিনি কেন সেটা বুঝতে আমার ভেতর নতুন একটা উপলব্ধি সৃষ্টি হলো। অনেক মানুষই বুকের ভেতর প্রিয় কিছু সুর লালন করে। কেউ সজ্ঞানে কেউ অবচেতনে। আমার সেই সুরটা সজ্ঞানে যতটা ছিল অবচেতনে ছিল বহুগুন বেশী। আমি সময়ের কাছে কৃতজ্ঞ সেই সুরটাকে এতকাল বুকের ভেতর ধরে রাখার জন্য। সুর এমন একটা ব্যাপার যা জীবনের অনেকগুলো না দেখা রঙের উজ্জ্বলতাকে চোখের সামনে স্পষ্ট করে তোলে। আমরা সবাই যার যার নিজস্ব ব্যস্ততায় ডুবে গেলেও সেই সুরটা কোন কোন সময় আমাদের ভেতর স্মৃতির অনুরণন জাগায়। অনেক অপ্রাপ্তির ভেতরেও সেই সুরটা আমাদের জানান দেয় সব অন্ধকারেই একটা আলোর ইশারা থাকে। সেটাই জীবনের অন্যতম বড় প্রাপ্তি। আমরা অনেক কিছু হারিয়ে ফেলেও বেঁচে থাকার মধ্যে সুখ খুঁজি সেই আলোর ইশারাতে। এ যেন অচ্ছ্যুত এক স্বপ্ন যে স্বপ্নটা হাতের ফাঁক গলে পড়ে গিয়েছিল কোন আকালের দিনে। আমরা আকালের দিনগুলো ভুলে গেলেও স্বপ্নের স্মৃতিটা ভুলিনি, ভুলিনি সেই সুরের প্রতিটা ছন্দ।

কাল রাতের বেলা

No comments: