Wednesday, May 14, 2014

সময়ের গদ্য

১. দূরত্ব যেখানে অনিবার্য, নৈকট্য সেখানে প্রহসনমাত্র।

২. অতীত আর বর্তমানের সেতু হিসেবে স্মৃতির ভূমিকা অপরিহার্য। যার স্মৃতি যতটা গভীর অতীতের সাথে বর্তমানের সম্পর্ক তার ততটাই সত্য।

৩. অতীতের ভুল বর্তমানে শুদ্ধ করা যায় না। কিন্তু অতীতের ভুলবোঝাবুঝি বর্তমানে সংশোধনযোগ্য।

৪. টর্নেডো খুব স্বল্পস্থায়ী, কিন্তু ক্ষতির পরিমাণ অবর্ণনীয়।

৫. হাসতে হাসতেই চোরাবালিতে আটকে যায় মানুষ। যখন টের পায় তখন ফেরার পথ থাকে না।

৬. দুঃসময় আমাদের সত্য চেনালেও দুঃখবোধ আমাদের ভালোবাসা জাগায় কিনা নিশ্চিত নই।

৭. যখন অনেক বিকল্প সম্মুখে উপস্থিত হয় তখন বেছে নেয়া সত্যি কঠিন হয়ে দাঁড়ায়।

৮. কখনো কখনো প্রেমও একটি আপেক্ষিক বাস্তবতা।

৯. সব সত্য প্রকাশ করতে গেলে পৃথিবীটাকে কয়েকবার ধ্বংস করতে হয়।

১০. প্রাচীন মানুষের সাথে আধুনিক মানুষের অন্যতম পার্থক্য মুখোশে। আদিম মানুষ মুখোশ পরতো না, আর আধুনিক মানুষ মুখোশের আড়ালে নিজেকে ঢেকে রাখে। কেউ কেউ আয়নার কাছেও মুখোশ খোলে না।

১১. সম্পর্কহীন মানুষ সবচেয়ে বেশী সুখী, এটা যেমন সত্য তেমনি আবার সম্পর্কহীন মানুষই সবচেয়ে দুঃখী। এটাও অন্যরকম সত্য। তাহলে নিঃসঙ্গ মানুষ মাত্রেই কী সম্পর্কহীন?

১২. অনেক রাতে নির্জন সৈকতে হু হু বাতাসের মধ্যে মাথার উপর জেগে থাকা একলা চাঁদটিকে দেখে মনে হয়েছিল ওটা তুমি। আমি তোমার সঙ্গী হলাম। ফিরে আসার পথে চাঁদটা হারিয়ে ফেললাম গহন মেঘের আড়ালে, তখনো মনে হলো ওটা তুমিই। অতঃপর আবারো একা হলাম আমি।


No comments: