Monday, January 6, 2014

৬ জানুয়ারী ২০১৪ গুমোট নগর, একটু সবুজ সময়

১.
এখন যা ঘটছে, তা কাংখিত না হলেও অপ্রত্যাশিত নয়। যা ঘটছে তা মানতে না পারা আমার ব্যক্তি অবস্থানকে ক্ষুন্ন করছে না, কিন্তু অসন্তুষ্টিকে বাড়িয়ে চলছে। আমি কার উপর অসন্তুষ্ট?

২.
দেশকে আমি কি দিচ্ছি সেটার চেয়ে বাজারে আমি কত টাকা ব্যয় করছি সেটা যখন গুরুত্বপূর্ণ হয়ে যায় তখন আমার দেশপ্রেম নিয়ে প্রশ্ন তোলাই সঙ্গত।

৩.
মানুষগুলো বিভক্ত হয়েই চলেছে। বাঙালীমাত্রেই বিভক্তিবান্ধব, দ্বিধাবাজ প্রাণী।

৪.
গুমোট সময় আরো দীর্ঘায়িত হবে। আরো আরো দীর্ঘতর। একটা নতুন ঘটনা ঘটবে। আগে ঘটেনি তেমন। অপ্রস্তুত ঘটে যাবে। ইনট্যুশন কেমন তাড়া দিচ্ছে।

৫.
গতকাল ছিল সত্যিই চমৎকার একটা দিন। নির্জন জনবিরল শহর। অনেক বছর পর এমন নিঃশব্দ নগরী দেখলাম। রাস্তার একমাত্র বাহন রিকশা, সেই রিকশাও হাতে গোনা। থমথমে শহরে যেন কারফিউ চলছে। উর্দিপরা সৈনিক বন্দুক উঁচিয়ে জীপ গাড়িতে টহল দিচ্ছে। অনেক মানুষ যখন ঘর ছেড়ে বের হচ্ছে না, সেই নির্জন দুপুরে আমরা চার বন্ধু শহরের এক পাশ চষে বেড়ালাম। ধুলো উড়িয়ে হেঁটে বেড়ালাম। নগরজীবনে কাছের বন্ধুরা সবুজ বনানীর মতো উজ্জ্বল।




No comments: