Monday, January 20, 2014

দশ টাকার জীবন

মাত্র এক টাকায় বিক্রি হয়ে যাবো একদিন- 
তখন তুমি বোলো না যেন এত সস্তা হলে কেন?

মানুষের দাম নিউজপ্রিন্ট কাগজের মতো।
কাগজ যখন পত্রিকা তখন তার দাম দশ টাকা।
যখন তারিখ বদলে যায় তখন সে ফেরিওয়ালার কেজি মাপা নিউজপ্রিণ্ট।
দশ টাকা নেমে আসে এক টাকায়।

আমাকে পড়া হয়ে গেলে আমিও দশ টাকা থেকে এক টাকায় নেমে যাবো।
তখনো তুমি বোলো না যেন এত সস্তা হলে কেন?

আমাকে তুমি কিনেই খালাস, পড়তে চাওনি।
তারিখ বদলে গেলে আমি এক টাকায় নেমে গেলাম।

তুমি বলো - 'তুমি সস্তা কিন্তু আমি তো শূন্যই',

আমি বলি-
'তোমার শূন্যতা নিয়ে আমার পাশে বসো,
দেখবে দশ টাকার অমরত্ব পেয়ে গেছি দুজনেই।'

আর কিছু না হোক, এসো দশ টাকার একটা জীবন গড়ি।

No comments: